×

বিনোদন

প্রয়াত শশী কাপুরকে পাকিস্তানে বিশেষ শ্রদ্ধা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৭, ০৯:৫২ পিএম

‘তোমায় কোনও দিন ভুলব না’ পাকিস্তানবাসীর মনে তুমি থাকবে চিরকাল। এমনই বার্তা দিয়ে প্রয়াত শশী কাপুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন পাকিস্তান পেশোয়ারবাসী। মুম্বইয়ে শশী কাপুর মারা গেছেন ৪ ডিসেম্বর। সেই খবরে পেশোয়ার জুড়ে চলছে প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন। সেখানে কাপুর পরিবারে পৈত্রিক বাড়ির সামনে তাঁর গুণমুগ্ধরা এসেছেন।

পাকিস্তানের গণমাধ্যম জানাচ্ছে, একটি বিশাল পোস্টার দেওয়া হয়েছে কাপুর বাংলোর সামনে। সেই পোস্টারে লেখা আছে, ‘peshawar will never never forget you’.

বাড়িটা শতবর্ষের দোরগোড়ায়। পুরনো বাড়ির সামনে আধুনিক পাক প্রজন্মের ভিড়। তারা দেখছেন শশী কাপুরের ছবি, তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখছেন দু চার কথা। বয়স্করা স্মৃতি রোমন্থন করে শশী কাপুরের বিভিন্ন ছবির কথা জানাচ্ছেন।

পেশোয়ারের বিখ্যাত জায়গা কিসসা কাহানি বাজার। এই বাজারেই আছে কাপুর বাংলো। ১৯১৮ সালে এই বাড়ি তৈরি করিয়েছিলেন প্রয়াত শশী কাপুরের ঠাকুরদা ভাস্বরনাথ কাপুর৷ এই বাড়িতেই থাকতেন কিংবদন্তি অভিনেতা পৃথ্বীরাজ কাপুর৷ তাঁরই পুত্র রাজ কাপুরের জন্মও এ বাড়িতে। ১৯৪৭ সালে পাকিস্তান ছেড়ে কাপুর পরিবার ভারতে চলে আসে। ১৯৩৮ সালে কলকাতায় জন্ম হয়েছিল প্রখ্যাত ভারতীয় অভিনেতার শশী কাপুরের।

পৈত্রিক বাড়ির সূত্রে পেশোয়ারবাসীর গর্ব শশী কাপুর৷ শুধু তিনিই নন, প্রবীণ অভিনেতা দিলীপ কুমারের পৈত্রিক বাড়িও পেশোয়ারে৷ তাকে নিয়েও অত্যন্ত গর্ব অনুভব করেন পেশোয়ার সহ পাকিস্তানিরা।

১৯৯০ সালে পৈত্রিক বাড়ি দেখতে এসেছিলেন শশী কাপুর৷ সঙ্গে ছিলেন, তাঁর ভাই রণধীর কাপুর ও ভাইপো ঋষি কাপুর। সেই ছবি এখনো অমলিন পেশোয়ারবাসীর স্মৃতিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App