×

বিনোদন

২৭ জানুয়ারি আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৭, ০৩:৪৭ পিএম

‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ স্লোগান নিয়ে আগামী ২৭ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। সপ্তাহব্যাপী চলবে উৎসবটি। উৎসবের মূল ভ্যানু নির্ধারিত হয়েছে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন। এছাড়াও ব্রিটিশ কাউন্সিল, গ্যেটে ইনস্টিটিউট, অলিয়ঁস ফ্রঁসেজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ড্যাফোডিল স্কুলে প্রদর্শিত হবে চলচ্চিত্র। এবারের উৎসবে ২০০টি চলচ্চিত্র প্রদর্শনের লক্ষ্য হাতে নিয়েছে আয়োজক সংগঠন চিলড্রেন ফিল্ম সোসাইটি। আয়োজকরা জানান, এরই মধ্যে বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১ হাজার চলচ্চিত্র জমা পড়েছে। বর্তমানে চলচ্চিত্র বাছাই চলছে। শিল্পের শক্তিশালী মাধ্যম চলচ্চিত্রকে শিশুদের শিক্ষা ও বিনোদনের অন্যতম অনুষঙ্গ হিসেবে গড়ে তুলতে ২০০৬ সালের ১৭ আগস্ট প্রতিষ্ঠিত হয় চিলড্রেন ফিল্ম সোসাইটিজ বাংলাদেশ। সংগঠনটির উদ্যোগে প্রতিবছর শিশু চলচ্চিত্রের এ মিলনমেলা বসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App