×

জাতীয়

পার্বত্য মেলা শুরু হচ্ছে আজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৭, ১০:৪৭ এএম

পার্বত্য এলাকার মানুষের জীবন-সংস্কৃতি, পোশাক-পরিচ্ছেদ, ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সমতলের মানুষের মাঝে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে পার্বত্য মেলা। পাঁচ দিনব্যাপী এই মেলা চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। এদিন বিকাল ৩টায় রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। জাতিসংঘ ঘোষিত ১১ ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে। দিবসটি যথাযথভাবে পালনের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, বিশ্ব খাদ্য সংস্থা, আন্তর্জাতিক শ্রম সংস্থা, মানুষের জন্য ফাউন্ডেশন, আরণ্যক, ব্রাক, হেলেন কেলার ইন্টারন্যাশনাল, কারিতাস, পদক্ষেপ ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব সার্বিক সহযোগিতা করছে। মেলায় দেশি-বিদেশি প্রতিষ্ঠানের জন্য ৯২টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা। মেলায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App