×

জাতীয়

৫ ঘণ্টা পর শিমুলিয়া-কাঠালবাড়ী ফেরি চলাচল শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৭, ১০:৫৫ এএম

ঘন কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের শিমুলিয়া কাঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে । বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ৩টার দিকে এই নৌপথে ঘনকুয়াশার কারনে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, মধ্য রাত থেকেই শিমুলিয়া-কাঠালবাড়ী নৌপথে কুয়াশার প্রকোপ বাড়তে শুরু করে। দিবাগত রাত তিনটার দিক কুয়াশা তীব্র আকার ধারণ করে। এ সময় সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ । ওই সময় মাঝ পদ্মায় ছয়টি ফেরিসহ নৌপথে সব ফেরি উভয় ঘাটে নোঙর করে রাখা হয়। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ জানান, ঘন কুয়াশায় ফেরিতে থাকা বিকন বাতি পথ দেখাতে অক্ষম হয়ে পড়ে। এমন অবস্থায় ঝুঁকি এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল ৮টার দিকে ঘন কুয়াশ কেটে গলে ফেরি চলাচল শুরু হয়। ঘাট এলাকায় পারাপারে অপেক্ষায় রয়েছে কয়েক শতাধিক ছোট বড় যানবাহন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App