×

অর্থনীতি

শেয়ারবাজার মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৭, ০৩:৫৮ পিএম

আগামীকাল (বৃহস্পতিবার) শুরু হচ্ছে তিন দিনব্যাপী শেয়ারবাজার মেলা। রাজধানীর শিল্পকলা একাডেমিতে এ মেলা অনুষ্ঠিত হবে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মেলা উদ্বোধন করবেন। আগামী ৯ ডিসেম্বর শেষ হবে এ মেলা। মূলত বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচক মেলার এ আয়োজন করেছে। দেশের দুই স্টক এক্সচেঞ্জ, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (বিএসইসি) ৪০টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান বলেন, শেয়ারবাজার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং বাজারের ব্র্যান্ডিংয়ের লক্ষ্যে প্রতিবছর এ মেলার আয়োজন করা হয়। মেলায় বিনিয়োগকারীরা সরাসরি বিও অ্যাকাউন্ট খুলতে পারবে। এছাড়াও বিভিন্ন কোম্পানির শেয়ার এবং পণ্য সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি মোশতাক আহমেদ সাদেক,বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাধারণ সম্পাদক খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ এবং অর্থসূচকের ব্যবস্থাপনা সম্পাদক কামরুন নাহার শারমিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App