×

জাতীয়

খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত লক্ষ্মীপুরের সাবেক সিভিল সার্জন

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৭, ০৬:১৭ পিএম

‘অসদাচরণের দায়ে’ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড পাওয়া লক্ষ্মীপুরের সাবেক (ভারপ্রাপ্ত) সিভিল সার্জন মোহাম্মদ সালাহ উদ্দিন শরীফ আদালতে আপিল করে খালাস পেয়েছেন। এ ব্যাপারে এই চিকিৎসকের আইনজীবী রাসেল মাহমুদ মান্না জানান, বুধবার বেলা ৩টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা হাকিম আদালতে শুনানি শেষে বিচারক ইকাবাল হোসেন আপিল মঞ্জুর করে সালাহ উদ্দিন শরীফকে খালাসের রায় দেন। এ প্রসঙ্গে সিভিল সার্জন উদ্দিন শরীফ বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। আদালতের রায়ে আমি সন্তুষ্ট।” তিনি আরো বলেন, ‘অন্যায়ভাবে’ সাজা দেওয়ায় মানসিক ও সামজিকভাবে তিনি ও তার পরিবার বিপর্যস্ত হয়েছেন। উল্লেখ্য, গত সোমবার লক্ষ্মীপুর ডিসি কলোনির ভেতরে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে পরিচালিত কাকলি শিশু অঙ্গন বিদ্যালয়ে প্রবেশের সময় সালাহ উদ্দিন শরীফ ও এডিসি শেখ মুর্শিদুল ইসলামের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে হাতাহাতি হয়। এর পর ইউএনও নূরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সালাহ উদ্দিন শরীফকে ‘অসদাচরণের দায়ে’ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App