×

আন্তর্জাতিক

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, বিমান চলাচলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৭, ০৮:২৮ পিএম

উত্তর কোরিয়ার গত সপ্তাহে উৎক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি কয়েকটি বিমানের ক্রুরা দেখতে পেয়েছিলেন। এর ফলে বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বুধবার দ. কোরিয়ার বেসামরিক বিমান কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

বেসামরিক বিমান কর্তৃপক্ষসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তি সত্ত্বেও উত্তর কোরিয়া এ বছর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। গত সপ্তাহে পিয়ংইয়ং একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালায়। ক্ষেপণাস্ত্রটি ৪ হাজার ৪৭৫ কিলোমিটার উঁচু দিয়ে ৯৫০ কিলোমিটার দূরে আঘাত হানে।

কোরিয়ান এয়ারের এক মুখপাত্র বলেন, ‘একটি কোরিয়ান জেট বিমান জাপানী কন্ট্রোলারদের কাছে রিপোর্ট করে যে বিমানটির একজন ক্রু আকাশে আলোর ঝলক দেখতে পেয়েছেন। এটি উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। বিমানটি সান ফ্রান্সিসকো থেকে ইনচিওন যাচ্ছিল।’ ওই ঘটনার চার মিনিট পর আরেকটি কোরিয়ান বিমান জাপানী কন্ট্রোলারের কাছে একই ধরনের রিপোর্ট করে বলে জানান তিনি। বিমানটি লস অ্যাঞ্জেলেস থেকে ইনচিওন যাচ্ছিল।

দক্ষিণ কোরিয়ার পর্যটন মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, দুটি বিমানের গতিপথই ক্ষেপণাস্ত্রটি যেখানে পড়েছে সেখান থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে ছিল। তিনি বলেন, ‘মেঘমুক্ত আকাশে আপনি দূর থেকেও ক্ষেপণাস্ত্রের ঝলক দেখতে পাবেন।’ জাপানের পর্যটন মন্ত্রণালয়ও জানিয়েছে, দেশটির বিমান কন্ট্রোলারদের কাছ থেকে তারা এই ধরনের চারটি রিপোর্ট পেয়েছে। এএফপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App