×

বিনোদন

আজ তারেক মাসুদের ৬১তম জন্মদিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৭, ১০:৪৫ এএম

আজ চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৬১তম জন্মদিন । এ উপলক্ষে নির্মাতার জীবন ও চলচ্চিত্র বিষয়ক আলোচনা, তারেক মাসুদ সম্মাননা ২০১৭ প্রদান, তারেক মাসুদ সংখ্যা প্রকাশ ও কবিতা উৎসবের আয়োজন করা হয়েছে । এবার চলচ্চিত্রে নাসির উদ্দিন ইউসুফ, সংগীতে খায়রুল আনাম শাকিল, অভিনয়ে রোকেয়া প্রাচী ও সাহিত্যে টোকন ঠাকুর তারেক মাসুদ পদক পাচ্ছেন । নির্মাতার জন্মস্থান ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে ৮ ডিসেম্বর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯৫৭ সালে ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে তারেক মাসুদ জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম নুরুন্নাহার মাসুদ ও বাবা মশিউর রহমান মাসুদ। ভাঙ্গা ঈদগা মাদ্রাসায় প্রথম পড়াশোনা শুরু করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার মাদ্রাসা শিক্ষার সমাপ্তি ঘটে। ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে প্রাইভেট পরীক্ষার মাধ্যমে প্রথম বিভাগে এসএসসি পাস করেন। ঢাকার নটর ডেম কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই লেখক শিবির, বাম আন্দোলন ও বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত থেকেছেন তারেক মাসুদ। চলচ্চিত্র আন্দোলনের মাধ্যমে পরিচয় হয় একঝাঁক উদীয়মান নির্মাতার সঙ্গে। দেশে-বিদেশে চলচ্চিত্র বিষয়ক অসংখ্য কর্মশালা ও কোর্সে অংশ নেন তিনি। ১৯৮৯ সালে মুক্তি পায় তারেক নির্মিত প্রথম প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’। ১৯৯৬ সালে নির্মাণ করেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভ্রাম্যমাণ গানের দলকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘মুক্তির গান’। ২০০২ সালে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাটির ময়না’ মুক্তি পায়। তার অন্য দুটি সিনেমা হলো ‘অন্তর্যাত্রা’ (২০০৬) ও ‘রানওয়ে’ (২০১০)। এছাড়া নির্মাণ করেন বেশ কিছু প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সবক’টিই প্রশংসা পায়। লাভ করে একাধিক স্বীকৃতি। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হন তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীর’সহ আরো তিনজন। তারা গিয়েছিলেন ‘কাগজের ফুল’ শিরোনামের সিনেমার লোকেশন দেখতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App