×

জাতীয়

রামুতে শাহীন বাহিনীর ২ শীর্ষ ডাকাত আটক

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৭, ০৭:৪৪ পিএম

রামু উপজেলার গর্জনিয়া ফাঁড়ি থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কচ্ছপিয়া ইউনিয়নের শীবাতলীতে অভিযান চালিয়ে আবদুর রহিম (৩২) ও আবু নয়ন ওরফে সোনা মিয়া (৩৪) নামে দুই ডাকাতকে আটক করেছে। গত সোমবার দিবাগত ভোররাতে রহমত উল্লাহর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বাড়ি থেকে ২টি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করে পুলিশ। এদিকে আজ বিকেলে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি তদন্ত) কাজী আরিফ উদ্দিন স্থানীয় সাংবাদিকদের বলেন, সোর্সের মাধ্যমে সংবাদ পেয়ে রহমত উল্লাহর বাড়ি ঘেরাও করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলে রহিম ও সোনা মিয়াকে হাতেনাতে আটক করা হয়। সূত্র মতে, আটক ডাকাত আবদুর রহিম গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাটা মৃত সুলতান আহাম্মদের ছেলে আর আবু নয়ন ওরফে সোনা মিয়া কচ্ছপিয়া ইউনিয়নের ঘিলাতলী এলাকার মো. ইসলামের ছেলে। তারা এলাকার আলোচিত শাহীন বাহিনীর শীর্ষ ডাকাত। স্থানীয় সূত্রে জানা যায়, রামু পূর্ব অঞ্চলের আলোচিত ২ ডাকাতের আটকের ঘটনায় পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়া-কচ্ছপিয়ার হাজার হাজার মানুষ আনন্দ উল্লাস করে। উল্লেখ্য, রামুর ঈদগড়-গর্জনিয়া-কচ্ছপিয়া ও নাইক্ষ্যংছড়ির দৌছড়ি-বাইশারীসহ দুই উপজেলায় দীর্ঘদিন ধরে পাহাড়ি এ জনপদে ত্রাস সৃষ্টি করে ডাকাতি, অপহরণ, ছিনতাই, ধর্ষণ, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে আসছে এ ডাকাত দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App