×

জাতীয়

দুর্গন্ধ ছড়ানোর প্রতিবাদে সড়ক অবরোধ করে চট্টগ্রামে বিক্ষোভ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৭, ০৮:৪২ পিএম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। কাস্টমসের জব্দ করা পচা ফলমূল বিজয়নগর এলাকায় মাটি খুঁড়ে ড্যাম্পিং করা হয়। তবে পচা ফলমূল মাটি দিয়ে ঢেকে না রাখায় তীব্র গন্ধ সৃষ্টি এবং নতুন করে আরো ১০ ট্রাক ফল আনা হলে প্রতিবাদে আজ বিক্ষোভ করেন এলাকাবাসী। বিমানবন্দরের অদূরে পতেঙ্গা ১৫ নম্বর ঘাটসংলগ্ন বিজয়নগর এলাকায় আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী। প্রায় এক ঘণ্টা ধরে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। আকস্মিক অবরোধের কারণে বিমানবন্দর সড়কে যানবাহন আটকে যায়। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের বিমানযাত্রীদের ঠিক সময়ে বিমানবন্দরে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হয়েছে। বিমানযাত্রীদের অনেকেই গাড়ি থেকে নেমে হেঁটেই রওনা দেন। স্থানীয় যুবক মঞ্জুরুল ইসলাম মঞ্জু জানান, সোমবার কাস্টমস থেকে ময়লা পরিবহণের ট্রাক এসে আমাদের বিজয়নগর এলাকায় কিছু ময়লা ফেলে দিলে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াতে থাকে। পরে দুর্গন্ধ ছড়ানো স্থানে গিয়ে দেখা যায়, মাটি খুঁড়ে গর্ত করে সেখানে প্রচুর পচা ফলমূল ফেলা হয়েছে। কিন্তু মাটিচাপা না দেয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। তিনি আরো জানান, পচা গন্ধটা এতটাই তীব্র ছিল, সোমবার থেকে এলাকাবাসী রাস্তায় বের হতে পারেননি। গতকাল মঙ্গলবার তারা আবারো ময়লার ট্রাক নিয়ে এলে বিক্ষুব্ধ এলাকাবাসী জড়ো হয়ে প্রতিবাদ ও রাস্তা অবরোধ করেন। পরে বিষয়টির সুরাহা নিয়ে পুলিশ এলাকাবাসীকে আশ্বস্ত করলে আমরা অবরোধ তুলে নেই। নগর পুলিশের উপকমিশনার (বন্দর) হারুনুর রশীদ হাজারি বলেন, কাস্টমস চট্টগ্রাম বন্দর দিয়ে আসা ফলমূল বিভিন্ন সময় জব্দ করে। বিপুল পরিমাণ ফলমূল পচে যাওয়ার পর কাস্টমস কর্তৃপক্ষ সেগুলো এয়ারপোর্ট রোডের বিজয়নগর এলাকায় ডাম্পিং শুরু করেছে। পচা ফলের দুর্গন্ধে ক্ষুব্ধ হয়ে এলাকার কয়েক হাজার লোক সকালে রাস্তায় ব্যারিকেড দিয়েছিলেন। ঘটনাস্থলে থাকা পতেঙ্গা থানার এসআই মামুনুর রশীদ বলেন, চট্টগ্রাম বন্দরে জব্দকৃত পচা ফলমূল বিজয়নগরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল কাস্টমস। সোমবার প্রায় ২০ ট্রাক ফেলা হয়েছে। যেগুলো ফেলা হয়েছিল সেগুলোর দুর্গন্ধে এলাকার মানুষ অতিষ্ঠ হয়েছেন। মঙ্গলবার আরো ১০ ট্রাক ফেলার জন্য নিয়ে আনা হয়। এক ট্রাক ফেলার পরই এলাকার লোকজন জড়ো হয়ে বাধা দেন। তারা কাস্টমসের বিরুদ্ধে মিছিল করে সড়ক অবরোধ করেন। পরে আমরা এসে তাদের সরিয়ে দিয়েছি। স্থানীয়দের বাধায় কাস্টমস কর্তৃপক্ষ বাকি ফল ট্রাক থেকে নামাতে পারেনি। তিনি জানান, আমরা ঘটনাস্থলে এসেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাবাসীর প্রতিনিধি ওয়ার্ড কাউন্সিলরকে সঙ্গে নিয়ে কাস্টমস কর্তৃপক্ষের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে কাস্টমস প্রতিনিধিদল এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে তারা তাদের বাকি ময়লাগুলো অন্যত্র ফেলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App