×

খেলা

সেরা দুইয়ে থাকার লক্ষ্য মোসাদ্দেকের

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৭, ০৯:২৬ পিএম

 

বিপিএলের শেষ চার নিয়ে কোনো প্রশ্ন নেই। কুমিল্লা ভিক্টোরিয়ান্স যে শীর্ষে থাকবে নিশ্চিত হয়ে গেছে তাও। সেরা দুইয়ে তাদের সঙ্গী হতে লড়াইয়ে আছে ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন জানিয়েছেন, রংপুরকে হারিয়ে প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করতে চায় ঢাকা।

১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে তামিম ইকবালের কুমিল্লা। তাদের ধরার সাধ্য নেই ১১ ম্যাচে ১৩ পয়েন্ট করে পাওয়া ঢাকা (১.৫৮৭) ও খুলনার (০.০১২)। তাদের চেয়ে ১ কম পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে রংপুর।

আগামী শুক্রবার ফাইনালে যাওয়ার প্রথম লড়াইয়ে কুমিল্লার প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। রান রেটে অনেক এগিয়ে থাকা ঢাকা ওই ম্যাচ নিশ্চিত করার ব্যাপারটা রেখেছে নিজেদের হাতেই। বুধবারের প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে জিতলেই সেরা দুই নিশ্চিত হবে সাকিব আল হাসানদের।

দুই নম্বরে থাকতে চাইলে নিজেদের শেষ ম্যাচে জিততেই হবে খুলনাকে। সঙ্গে রংপুরের কাছে হারতে হবে ঢাকাকে।

আবার শিরোপাধারীদের বিপক্ষে জয় দুই নম্বরে নিয়ে যেতে পারে মাশরাফি বিন মুর্তজার দল রংপুরকে। তবে তার জন্য মঙ্গলবারের ম্যাচে কুমিল্লার কাছে হারতে হবে খুলনাকে।

মিরপুরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে সোমবার অনুশীলনের আগে দলের প্রতিনিধি হয়ে আসা মোসাদ্দেক জানান, রংপুরকে হারিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করতে চায় ঢাকা।

“শেষ চার নিশ্চিত হয়েছে আমাদের। এবার লক্ষ্য সেরা দুইয়ে থাকা। পরের ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিততে পারলে আমরা অন্তত দুই নম্বরে থাকবো। দুইয়ে থাকলে আমাদের সুযোগ থাকবে বেশি। (ফাইনালে যেতে) দুইটা ম্যাচ খেলার সুযোগ থাকবে। তাই আমাদের পূর্ণ মনোযোগ সেদিকেই।”

তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল দুটি শুক্রবার খেলবে এলিমিনেটর ম্যাচে। জয়ী দল আগামী রোববার দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের সঙ্গে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App