×

অর্থনীতি

সূচক কমলেও লেনদেন বেড়েছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৭, ০৪:৩৮ পিএম

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে (সোমবার) পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারে ব্যাপক বিক্রিয় চাপ অব্যাহত ছিল। এরই ধারাবাহিতায় দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক কমেছে ৩৩ পয়েন্ট। কিন্তু এদিন লেনদেন বেড়েছে ডিএসইতে। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় ইতিবাচক অবস্থানে ছিল লেনদেন। দিনশেষে সিএসইতে প্রায় ৩২ কোটির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ১১০টির, দর কমেছে ১৮৪টির ও দর অপরিবর্তিত ছিল ৩৭টি প্রতিষ্ঠানের। এ সময় ডিএসইতে ১৮ কোটি ৪৯ লাখ ৪৮ হাজার ৫২৯টি শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৬৮৭ কোটি ১১ লাখ টাকা। এর আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৭৩ কোটি ৭৬ লাখ টাকা। অর্থাৎ আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ১১৩ কোটি ৩৫ কোটি টাকা। দিনশেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ৩৩.৪৩ পয়েন্ট কমে ৬২৬২.৭৬ পয়েন্টে স্থিতি পায়। এদিন শরীয়াহ্ ভিত্তিক কোম্পানিগুলোর মূল্য সূচক ডিএসইএস বেড়েছে ৪.৭০ পয়েন্ট। তবে, দিনশেষে ব্লু-চিপ খ্যাত ডিএস-৩০ সূচক ৭.৬৭ পয়েন্ট কমে ২২৬৬.৩০ পয়েন্টে স্থিতি পায়। লেনদেন শেষে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে টেলিকমিউনিকেশন খাতের গ্রামীণ ফোন। এ কোম্পানিটির ৩৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। টার্নওভারে দ্বিতীয় অবস্থানে ছিল স্কয়ার ফার্মা, প্রতিষ্ঠানটির ২৬ কোটি ৬৫ লাখ টাকার লেনদেন হয়েছে। ২২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মধ্যে দিয়ে টার্নওভারের তৃতীয় অবস্থানে ছিল ব্র্যাক ব্যাংক। টার্নওভার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো-গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, ইউনাইটেড পাওয়ার, বিডি থাই, এবি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, সিটি ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্স। এদিকে, সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ৮৩টির, দর কমেছে ১২৮টির ও দর অপরিবর্তিত ছিল ৩২টি প্রতিষ্ঠানের। এ সময় সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৭৩ লাখ টাকা। এর আগের কার্যদিবসে সিএসইতে লেনদেন হয়েছিল ২২ কোটি ৭২ লাখ টাকা। এদিকে, দিনশেষে শেষে সিএসই’র প্রধান মূল্য সূচক সিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৫৫.৭৬ পয়েন্ট কমেছে। এ সময় সিএসইতে টার্নওভার তালিকায় শীর্ষে ছিল লংকাবাংলা ফাইন্যান্স। এ কোম্পানিটির ১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App