×

জাতীয়

বেনাপোল অর্ধ কোটি টাকার স্বর্ণসহ ৩ ভারতীয় আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৭, ১১:৫৫ এএম

বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বর্ণ পাচারের অভিযোগ ভারতীয় নাগরিক ধীমান (৩৯) নিতিন (৩৬) ও বীরেন সিং (৩৭) নামে তিন যুবককে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দারা। এ সময় তাদের কাছ থেকে ৪৫ লাখ টাকার ৯শ’ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সোমবার সকাল ৮টার সময় কাস্টমস বাউন্ডারির ভেতর থেকে তাদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। জানা গেছে, আটককৃত ধীমান সরকারের পিতার নাম ধীরেন্দ্র নাথ সরকার। গ্রাম- গৌরিশালী, বাড়ি- পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায়। তার পাসপোর্ট নং জেড- ৩৬৮১০১৫। নিতীন সিংয়ের গ্রাম বড়নগরে। তার পাসপোর্ট নং জেড ৩৯৯৬২৩৩৩। আটককৃত অপরজন মহেশ লালের পিতা বীরসু লাল সিংহ। বাড়ি নীলাপাড়ায়। পাসপোর্ট নং জেড- ৩৬৮১০১৮। কাস্টমস শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার মোহাম্মাদ সাদিক হোসেন বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে পাসপোর্টযাত্রীরা ভারতে প্রবেশের সময় আটক করা হয়। এরপর তাদের শরীর তল্লাশি করে জুতা ও প্যান্টের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছোট বড় মোট ১৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৯শ’ গ্রাম ও বাজার মূল্য ৪৫ লাখ টাকা। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় স্বর্ণ চোরাচালানি আইনে মামলা দিয়ে হস্তান্তর করা হবে এবং উদ্ধারকৃত স্বর্ণ কাস্টমস শুল্ক গুদামে জমা করা হবে বলে তিনি জানান। গত এক সপ্তাহের ব্যবধানে বেনাপোল চেকপোস্ট থেকে স্বর্ণের তিনটি চালান আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App