বিএনপি পেছনের রাস্তা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে : কাদের

আগের সংবাদ

বেনাপোল অর্ধ কোটি টাকার স্বর্ণসহ ৩ ভারতীয় আটক

পরের সংবাদ

বিপিএলের শেষ চার দল চূড়ান্ত

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৭ , ১১:৪৪ পূর্বাহ্ণ আপডেট: ডিসেম্বর ৪, ২০১৭ , ১১:৪৪ পূর্বাহ্ণ

খুলনা টাইটান্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটসের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে শেষ চার নিশ্চিত করলো রংপুর রাইডার্স। নিজেদের ১১তম ম্যাচ জিতে মোট ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থেকে শেষ চারে খেলা নিশ্চিত করলো মাশরাফি রংপুর। শেষ চারে খেলা বাকি তিন দল হলো খুলনা টাইটান্স, ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ানস।

রংপুরের জয়ে সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংসের বিদায়ও নিশ্চিত হয়ে গেছে। আর চিটাগং ভাইকিংসের বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। খুলনা, ঢাকা ও কুমিল্লা শেষ চার নিশ্চিত করেছিল আগেই। দুই ম্যাচ বাকি থাকলেও কুমিল্লার শীর্ষে থাকা নিশ্চিত। ১০ ম্যাচে ৮ জয় নিয়ে তাদের পয়েন্ট ১৬।

তবে শেষ চারে খেলা বাকি তিন দলের অবস্থান পরিবর্তন হতে পারে। দুইয়ে থাকা ঢাকার শেষ ম্যাচ রংপুরের সঙ্গে। ঢাকা জিতলে তাদের দুইয়ে থাকা নিশ্চিত হবে। কিন্তু রংপুর জিতলেও দ্বিতীয় স্থান নিশ্চিত নয়। কুমিল্লাকে নিজেদের শেষ ম্যাচে খুলনা হারাতে পারলে দুইয়ে চলে যাবে তারা। আর খুলনা হারলে দুইয়ে থাকা নিশ্চিত হবে রংপুরের।

শীর্ষ দুটি দল দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। জয়ী দল ফাইনালে যাবে সরাসরি। আর হেরে যাওয়া দল আরও একটি সুযোগ পাবে। তৃতীয় ও চতুর্থ হওয়া দল দুটি মুখোমুখি হবে এলিমিনেটরে। এই ম্যাচে হেরে যাওয়া দল বিদায় নেবে। আর জয়ী দল প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের বিপক্ষে খেলবে। এই ম্যাচের বিজয়ীরা দ্বিতীয় দল হিসেবে উঠবে ফাইনালে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়