×

খেলা

শন মার্শের সেঞ্চুরিতে দারুণ অবস্থানে অস্ট্রেলিয়া

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৭, ০৮:৫১ পিএম

অ্যাডিলেইডে দিবারাত্রির অ্যাশেজে টস হেরেও ইংল্যান্ডের আমন্ত্রণে আগে ব্যাটিংয়ের সুযোগ পায় অস্ট্রেলিয়া। টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যানের মধ্যে অসিদের হয়ে হাফ সেঞ্চুরির সুযোগ পান শুধু উসমান খাজা। তবে ষষ্ঠ অবস্থানে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে শক্ত অবস্থানে নিয়ে যান শন মার্শ। প্রথম দিনের ৪ উইকেটে ২০৯ থেকে দ্বিতীয় দিন ইনিংস ঘোষণার আগে ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তোলে ৪৪২ রান। ব্যাট হাতে ১২৬ রানে অপরাজিত ছিলেন শন মার্শ। জবাবে, ব্যাটিংয়ে নেমে আজ ১ উইকেটে ইংলিশরা তুলেছে ২৯ রান। অ্যাডিলেই ওভালে নিজেদের প্রথম ইনিংসে ইংলিশ ওপেনার মার্ক স্টোনম্যান ১৮ রান করে সাজঘরে ফেরেন। ১১ রানে অপরাজিত ওপেনার অ্যালিস্টার কুক তার সঙ্গে ০ রানে অপরাজিত রয়েছেন জেমস ভিঞ্চ। গতকাল প্রথম দিন শেষে স্বাগতিক ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব ৩৬ ও মার্শ ২০ রানে অপরাজিত ছিলেন। কোন রান যোগ না করে দ্বিতীয় দিন ফিরে যান হ্যান্ডসকম্ব। এরপর উইকেটরক্ষক টিম পাইন ও প্যাট কামিন্সকে নিয়ে অস্ট্রেলিয়াকে বড় স্কোর এনে দেন মার্শ। পাইন ৬টি চার ও ১টি ছক্কায় ৫৭ রানে ফিরেন। তবে টেস্ট ক্যারিয়ারে পঞ্চম ও ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সেঞ্চুরির স্বাদ নিয়েছেন মার্শ। শেষ দিকে মার্শকে যোগ্য সঙ্গ দিয়েছেন কামিন্স। ৯০ বলে ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। তবে অধিনায়ক ইনিংস ঘোষণা করায় ১৫টি চার ও ১টি ছক্কায় ২৩১ বলে ১২৬ রানে অপরাজিত থাকতে হয় মার্শকে। ইংল্যান্ডের হয়ে অভিষেক টেস্ট খেলতে নামা ডানহাতি পেসার ক্রেইগ ওভারটন ৩ ও স্টুয়ার্ট ব্রড ২ উইকেট নেন। ১টি উইকেট নেন ক্রিস ওকস। এরপর আলোক স্বল্পতার কারণে দিনের খেলা শেষ হবার আগে ৯ দশমিক ১ ওভার ব্যাটিং করার সুযোগ পায় ইংল্যান্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App