×

জাতীয়

চিকিৎসক নিয়োগের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৭, ০৬:২৭ পিএম

বিশেষ বিসিএসের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার সচিবালয়ে ‘স্বাস্থ্যসেবার সার্বিক মান উন্নয়নে করণীয়’ শীর্ষক সভায় সভাপতিত্বকালে তিনি এ তাগিদ দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুমৃত্যু হার কমানোর লক্ষ্যমাত্রা অর্জন করে বাংলাদেশ জাতিসংঘের এমডিজি পুরস্কার পেয়েছে। প্রত্যাশিত মাতৃমৃত্যু রোধ হার অর্জন না হলেও সাফল্যের অগ্রযাত্রা সন্তোষজনক ছিল। বিশ্ব নেতৃবৃন্দ সূচকের ঊর্ধ্বগতির প্রশংসা করেছে। আমাদের এই সাফল্যকে ঊর্ধ্বে নিয়ে ২০৩০ সালের মধ্যে এমডিজি অর্জনের জন্যে আমাদেরকে আরো জোরদার ও কার্যকর কর্মসূচি হাতে নিতে হবে। সভায় স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে মাঠ পর্যায়ের মানুষের সঙ্গে মতবিনিময় সভা এবং জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ‘মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন’ এবং ‘বিসিপিএস’ আইন আগামী সংসদ অধিবেশনে উত্থাপনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। মোহাম্মদ নাসিম এসময় মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প ও নির্মাণ কাজ যথাসময়ে স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার জন্যও নির্দেশনা দেন। সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ারসহ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, কেন্দ্রীয় ঔষাধাগারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App