×

খেলা

খুলনাকে হারিয়ে প্লে-অফে রংপুর

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৭, ০৯:৪৮ পিএম

খুলনা টাইটান্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করলো রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে ১৯ রানে জয় পেল মাশরাফি বিন মুর্তজার দল। ১১ ম্যাচ খেলে এটি তাদের ষষ্ঠ জয়। ১২ পয়েন্ট তারা এখন পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে আছে। অন্যদিকে, খুলনা টাইটান্সের আগেই প্লে-অফ নিশ্চিত হয়ে আছে। প্লে-অফ নিশ্চিত হওয়া অন্য দুইটি দল হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস। অর্থাৎ, বিদায় নিল চিটাগং ভাইকিংস, সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংস। এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে রংপুর রাইডার্সের দেয়া ১৪৮ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান করে খুলনা টাইটান্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন মাইকেল কলিঙ্গার। রংপুর রাইডার্সের পক্ষে সোহাগ গাজী ১টি, ইসুরু উদানা ১টি, নাহিদুল ইসলাম ১টি, নাজমুল ইসলাম ১টি ও রবি বোপারা ১টি করে উইকেট নেন। খুলনা টাইটান্স ব্যাটিংয়ে নেমে দলীয় ৬০ রানে প্রথম উইকেট হারায়। নাজমুল ইসলামের বলে এলবিডব্লিউ হন নাজমুল হোসেন শান্ত। দলীয় ৭১ রানে আফিফ হোসেনের বলে মাশরাফি বিন মুর্তজার হাতে ক্যাচ হন আফিফ হোসেন। এরপর দলীয় ৮৩ রানে রবি বোপারার বলে মাশরাফি বিন মুর্তজার হাতে ধরা পড়েন মাইকেল কলিঙ্গার। দলীয় ৮৭ রানে মাহমুদউল্লাহ রিয়াদকে বোল্ড করেন নাহিদুল ইসলাম। দলীয় ৯৫ রানে রান আউট হন নিকোলাস পুরান। দলের রান যখন ৯৭ তখন ইসুরু উদানার বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন কার্লোস ব্র্যাথওয়েট। ১৮তম ওভারের শেষ বলে রান আউট হন জফরা আর্চার। ১৯তম ওভারের প্রথম বলে ম্যাককলামের হাতে ক্যাচ হন আরিফুল হক। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। দলের পক্ষে হাফ সেঞ্চুরি করেন মোহাম্মদ মিথুন। ৩৫ বল খেলে ৫০ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ক্রিস গেইল করেন ৩৮ রান। ১১ বল খেলে ১৫ রান করে অপরাজিত থাকেন মাশরাফি বিন মুর্তজা। খুলনা টাইটান্সের পক্ষে জফরা আর্চার ২টি, আবু জায়েদ রাহি ১টি, শফিউল ইসলাম ১টি, মোহাম্মদ ইরফান ১টি ও কার্লোস ব্র্যাথওয়েট ১টি করে উইকেট নেন। সংক্ষিপ্ত স্কোর ফল: ১৯ রানে জয়ী রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স ইনিংস: ১৪৭/৬ (২০ ওভার) (ক্রিস গেইল ৩৮, জিয়াউর রহমান ৮, ব্রেন্ডন ম্যাককলাম ১৫, মোহাম্মদ মিথুন ৫০*, রবি বোপারা ১১, চামারা কাপুগেদারা ২, নাহিদুল ইসলাম ৬, মাশরাফি বিন মুর্তজা ১৫*; আবু জায়েদ রাহি ১/১৪, আফিফ হোসেন ০/১৮, জফরা আর্চার ২/২৮, শফিউল ইসলাম ১/৪৮, মোহাম্মদ ইরফান ১/২০, মাহমুদউল্লাহ রিয়াদ ০/৮, কার্লোস ব্র্যাথওয়েট ১/১০)। খুলনা টাইটান্স ইনিংস: ১২৮/৮ (২০ ওভার) (নাজমুল হোসেন শান্ত ২০, মাইকেল কলিঙ্গার ৪৪, আফিফ হোসেন ৮, মাহমুদউল্লাহ রিয়াদ ৬, নিকোলাস পুরান ১, কার্লোস ব্র্যাথওয়েট ৬, আরিফুল হক ৬, জফরা আর্চার ১৯, মোহাম্মদ ইরফান ১*, শফিউল ইসলাম ৪*; সোহাগ গাজী ১/২৬, মাশরাফি বিন মুর্তজা ০/২১, ইসুরু উদানা ১/৩৭, নাহিদুল ইসলাম ১/১৬, নাজমুল ইসলাম ১/১৯, রবি বোপারা ২/৪)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App