×

জাতীয়

ভালুকায় বাসচাপায় শিক্ষক-ছাত্র নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৭, ০৪:২২ পিএম

বাসচাপায় ময়মনসিংহের ভালুকায় আব্দুল হামিদ নামে এক স্কুল শিক্ষক ও নাসির উদ্দিন (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। জানা যায়, শনিবার সকালে উপজেলার সিডষ্টোর-সখিপুর সড়কের পশ্চিম পাড়াগাঁও গার্লস স্কুলের পার্শ্বে চৌরাস্তা নামক স্থানে সিডস্টোরগামী লাবিব কম্পোজিট ফ্যাক্টরির স্টাফ বাস (কুমিল্লা জ-০৪-০০৩৪) মোটর সাইকেল আরোহী, পাড়াগাঁও নবদিগন্ত উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী আব্দুল হামিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় মোটরসাইকেল চালক সিনিয়র সহকারী শিক্ষক এনামুল হক গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ঘাতক বাসটিকে আটক করেছে বিক্ষুব্ধ জনতা। অপরদিকে ভালুকা উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ডে শুক্রবার রাতে রাস্তা পারাপারের সময় নাসির উদ্দিন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। নিহত নাসির উপজেলার মেদুয়ারি গ্রামের তাইজুদ্দিনের ছেলে। সে স্থানীয় ভরাডোবা স্কুল থেকে এবার জেএসসি পরীক্ষা দিয়েছে। ভালুকা মডেল থানার এসআই আলতাফ হোসেন জানান, ঘটনার সময় মোটরসাইকেলটি অসাবধানতাবশত ফিডার রোড থেকে মেইন রোডে উঠে যায়। এ সময় বাটাজোড় থেকে ছেড়ে আসা স্টাফ বাসটি মোটরসাইকেলের উপরে উঠে গেলে ঘটনাস্থলেই একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। এলাকাবাসী জানায়, মিল-ফ্যাক্টরির এসব রোড পারমিট ও ফিটনেসবিহীন যানবাহনগুলো অপ্রাপ্ত বয়স্ক, ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এ সড়কে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App