×

জাতীয়

বিশ্বব্যাপী স্মার্টফোনের সরবরাহ তিন শতাংশ বেড়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৭, ০১:১০ পিএম

বিশ্বব্যাপী স্মার্টফোনের সরবরাহ আগের চেয়ে বেড়েছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী স্মর্টফোন সরবরাহ গত বছরের তুলনায় তিন শতাংশ বেড়েছে।এই বাজারে এখন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছে চীনের প্রতিষ্ঠানগুলো। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার বলছে, এখনো স্মার্টফোনের বাজারে শীর্ষ অবস্থান ধরে রেখেছে স্যামসাং। এর পরেই আছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি বেড়েছে ১৯ দশমিক ৩ শতাংশ। এর আগে শুধু ২০১৫ সালের ডিসেম্বরে স্যামসাং এমন বৃদ্ধি দেখাতে পেরেছিল।নোট ৭ বিস্ফোরণ কাণ্ডে কিছুটা পিছিয়ে পড়লেও গ্যালাক্সি এস ৮ এবং নোট ৮ বাজারে ছাড়ার পর থেকেই প্রবৃদ্ধি বাড়তে থাকে স্যামসাংয়ের।তবে অ্যাপলের এই বিক্রির মধ্যে সর্বশেষ বিশেষ সংস্করণ আইফোন টেন বিক্রির তালিকায় নেই। তারপরও ওই প্রান্তিকে অ্যাপলের বিক্রি বেড়েছে ১১ দশমিক ১৬ শতাংশ।গার্টনার যে প্রতিবেদন দিয়েছে সেখানে এই দুটি ব্র্যান্ডের পরেই রয়েছে চীনের তিনটি ব্র্যান্ড হুয়াওয়ে, অপ্পো, শাওমি। এসব ব্যান্ডের বিক্রি তৃতীয় প্রান্তিকে বেড়েছে যথাক্রমে ৮ দশমিক ৭, ৬ দশমিক ৬ এবং চার শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App