×

জাতীয়

বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে জাতীয় আয়কর দিবস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৭, ০২:৩৮ পিএম

দেশ জুড়ে বর্ণাঢ্য আয়োজনে বৃহস্পতিবার পালিত হচ্ছে জাতীয় আয়কর দিবস ২০১৭। আয়কর দিবস উপলক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলছে উৎসবের আমেজ।দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ৯টায় সেগুন বাগিচায় এনবিআরের প্রধান কার্যালয় থেকে আয়কর দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সেগুনবাগিচা থেকে মৎস্যভবন, প্রেস ক্লাব হয়ে ফের এনবিআর কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে এনবিআরের সামনে বিভিন্ন রংয়ের বেলুন ও পায়রা উড়ানোর মাধ্যমে আয়কর দিবসের র‌্যালি উদ্বোধন করেন প্রতিষ্ঠনাটির চেয়ারম্যান মো. নজিবুর রহমান। আয়কর দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত শিল্পী, নৃত্য শিল্পী, চলচ্চিত্র ও নাট্যজগতের বিভিন্ন তারকারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম বলেন, আমি আনন্দিত। করদাতার সংখ্যা বাড়ছে। কর দেওয়ার যে দীনতা আছে, আশা করছি সামনে এটা আর থাকবে না। যারা কর দিচ্ছেন না তাদেরকে কর দেওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যদিকে অভিনেত্রী সারা যাকের বলেন, আমি কর বিষয়ে সচেতন আছি। আশা করছি ধীরে ধীরে সবাই সচেতন হবে। ১০ বছর আগে কর ফাঁকির প্রবণতা বেশি ছিল। এখন এই প্রবণতা কমে এসেছে। এনবিআর কর আদায়ে পূর্বের চেয়ে উন্নত ও আধুনিক হয়েছে। সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা বলেন, কর দিলে করদাতার সম্মান বৃদ্ধি পায়। আমিও যখন প্রথম কর দিয়েছিলাম তখন মনে হয়েছে, কেন কর দিবো। কিন্তু পরে বুঝলাম একজন সুনাগরিক হিসেবে দেশের জন্য কর দেওয়া উচিত। কর প্রদানে ভয়ভীতি দূর হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই শোভাযাত্রা অংশ নেন নাট্য ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সারা যাকের, চলচ্চিত্র অভিনেতা ওমর সানি, মৌসুমি, অমিত হাসান, নাট্য অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, নাবিলা, বাধন, সংগীত শিল্পী রফিকুল ইসলাম, ফাতেমা তুজ জোহরাসহ বিভিন্ন জগতের তারকারা। আয়কর প্রদানের বিভিন্ন স্লোগান সম্বলিত টি-শার্ট, ক্যাপ ও ছাতা নিয়ে র্যা্লিতে বিভিন্ন কর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন স্তরের শত শত মানুষ অংশগ্রহণ করেন। এ ছাড়া র্যাটলিতে ঘোড়ার গাড়ি, স্কাউট, আনসার-ভিডিপির একটি বাদক দল অংশ নেয়। আয়কর বিষয়ে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে ২০০৮ সাল থেকে এ দিনটি উদযাপন করছে। আগে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর আয়কর দিবস উদযাপিত হলেও ২০১৬ সাল থেকে ৩০ নভেম্বর আয়কর দিবস পালন করছে সংস্থাটি। ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন আজ। করদাতাদের সেবার বিষয়টি বিবেচনা রেখে এদিন রাত ১০টা পর্যন্ত দেশের সব কর অফিস খোলা থাকবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে অনুরোধ করেছে এনবিআর। নির্ধারিত সময়ের পরে দুই শতাংশ হারে বিলম্ব সুদ গুণতে হবে করদাতাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App