×

অর্থনীতি

পেয়াজের সেঞ্চুরী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৭, ১১:৩৫ এএম

শাক-সবজির দামে স্বস্তি আসতে শুরু করলেও লাগামহীন পাগলা ঘোড়ার মতো ছুটছে পেঁয়াজের দাম। গত সপ্তাহেও কেজিপ্রতি দেশি পেঁয়াজ ৮০ টাকা ও আমদানি করা পেঁয়াজ ৬০ টাকা করে বিক্রি হয়েছে। সপ্তাহ ঘুরতেই অতীতের সব রেকর্ড ভেঙে সেই পেঁয়াজ সেঞ্চুরীতে পৌছে গেছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। সবশেষ সবজির খুচরা বাজারের তথ্য অনুযায়ী, প্রতিকেজি ধনিয়াপাতা ৬০-৭০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, পটল ৫০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা, পেঁপে ৩০ টাকা, সিম ৫০ টাকা, টমেটো ৮০ টাকা, গাজর ৮০ টাকা, শসা ৪০ টাকা, মূলা ৩০ টাকা, আলু ২০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, প্রতিপিস বাঁধাকপি ২০ টাকা, প্রতিপিস ফুলকপি ২০ টাকা, পেঁয়াজ পাতা ৫০ টাকা কেজি, লালশাক ১০ টাকা আঁটি, বরবটি ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০০ টাকা ছোঁয়ার কারণ হিসেবে পশ্চিম রাজাবাজারের খুচরা বিক্রেতারা জানান, পাইকারি বাজারে পেঁয়াজের সংকট রয়েছে। বেশি দাম দিয়ে কিনে তো বেশি টাকায় বিক্রি করতে হবে। তবে আমদানি ঠিক আছে বলে শুনেছি, কিন্তু হঠাৎ করে কেন দাম বাড়লো তা বলতে পারবো না। এখনও স্থিরতা আসেনি চালের বাজারে। প্রতিকেজি নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৭০ টাকা, মিনিকেট ৬২ টাকা, বিআর-২৮ কেজিপ্রতি ৫০-৫৫ টাকা ও স্বর্ণা-পারিজা কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৪৬ টাকা। অন্যদিকে সবশেষ খুচরা বাজার দর অনুযায়ী দেশি রসুন ৮০ টাকা, আমদানি রসুন ৮৫ টাকা, চিনি ৫৫ টাকা, দেশি মসুর ডাল ১০০ থেকে ১২০ টাকা, আমদানি করা মসুর ডাল ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুব বেশি ওঠানামা নেই মাছের দামে। কাতল মাছ ২৫০ টাকা, পাঙ্গাশ মাছ ১২০, রুই মাছ ১৮০-২৮০ টাকা, সিলভারকার্প ১৩০ টাকা, তেলাপিয়া ১৩০ টাকা, শিংমাছ ৪০০ টাকা ও চিংড়ি ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাংসের বাজার রয়েছে গত সপ্তাহের দর অনুযায়ী। প্রতিকেজি গরুর মাংস ৪৮০-৫০০ টাকা, খাসির মাংস ৭০০-৭৫০ টাকা ও ব্রয়লার মুরগি ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া কক মুরগি প্রতিপিস সাইজ অনুযায়ী ১৫০-২২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App