×

জাতীয়

তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৭, ০২:৩১ পিএম

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় বন্ধ রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা পরে আবার শুরু হয়েছে। চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় রেল যোগাযোগ বন্ধ ছিল। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধার কাজ শেষ হলে রেল যোগাযোগ শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৯ টায় জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি ভাটেরা বাজার স্টেশন অতিক্রম করে মাইজগাঁও যাবার মাঝপথে একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এরপর থেকে সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ জানান, উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনা কবলিত বগি উদ্ধার করার পর রেল যোগাযোগ দুপুর সাড়ে ১২টার দিকে চালু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App