প্রেমিকা জান্নাতুল ফেরদৌস জারার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন ছোটপর্দার অভিনেতা তৌসিফ মাহবুব। বুধবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেওয়া স্ট্যাটাসে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন তিনি।
ফেইসবুকে দু’জনের একটি ছবি পোস্ট করে তৌসিফ লিখেন, “আনুষ্ঠানিকভাবে নিজে বলছি, এবার বিয়ের সানাই বাজবে। ২০১৮ সালের ভাষা ও ভালোবাসার মাসে বিয়ে করব। দোয়া করবেন।”
দু’জনের জন্য শুভকামনা জানিয়েছেন শোবিজ তারকারা। ভক্তরাও ফেইসবুকের কমেন্টবক্সে ঝড় তুলেছেন শুভেচ্ছাবার্তার।
পাত্রী জারার বাসা রাজধানীর মিরপুরে। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ-এর শিক্ষার্থী তিনি। প্রায় বছর তিনেক ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। ফেইসবুকের কল্যাণে জারাকে তৌসিফের ভক্তরা অনেক আগে থেকেই চেনেন। এর আগেও ফেইসবুকে তাদের যুগল ছবি প্রকাশ করেছেন তৌসিফ।
শোবিজে তৌসিফের যাত্রা ২০১০ সালে। ২০১৩ সালের ভালোবাসা দিবসের নাটক ‘অল টাইম দৌড়ের উপর’-এ অভিনয় করে আলোচনায় উঠে আসেন তিনি। এরপর ‘ল্যান্ড ফোনের দিনগুলোতে প্রেম’, ‘রোড ট্র্যাপ’, ‘রুমডেট’, ‘রাব্বু ভাইয়ের বউ’, ‘নাইন অ্যান্ড আ হাফ’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।