×

বিনোদন

শাহরুখ ও ট্রাম্প কন্যার নৈশভোজে যা থাকছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৭, ১২:১০ পিএম

তিন দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল ভারতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ও উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প। মঙ্গলবার হায়দ্রাবাদে শুরু হওয়া 'গ্লোবাল বিজনেস সামিট ২০১৭’-তে যোগ দিতেই তার এই ভারত সফর। ইভাঙ্কার সফর ঘিরে সাজ সাজ রব গোটা হায়দ্রাবাদ জুড়ে। এই উপলক্ষে সেখানকার বহু স্কুল-কলেজে ছুটিও ঘোষণা করা হয়েছে। হায়দ্রাবাদে ১ হাজারের বেশি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সম্মেলনে মোট ১২০০ উদ্যোগপতি যোগ দিচ্ছেন। তার মধ্যে ৪০০ জন ভারতের। ৪০০ জন আমেরিকার। তার আগেই ইভাঙ্কার সম্মানে আজ বুধবার আয়োজন করা হয়েছে গ্র্যান্ড ডিনারের। যার দায়িত্ব পড়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ওপরে। এই সুযোগ কাজে লাগাতে উৎসুক শাহরুখও। এ উপলক্ষ্যে হায়দ্রাবাদের ফলকনামা প্যালেসে আয়োজন করা হচ্ছে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। এই অনুষ্ঠানেই থাকবে ডিনারের আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানে শাহরুখ ছাড়াও বলিউডের এক ঝাঁক তারকারও থাকার কথা রয়েছে। বলিউড কিং শাহরুখের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট কন্যার ডিনার বলে কথা। কোন ধরণের স্পেশাল মেন্যু থাকবে ডিনারে, কিং খানের কোটি কোটি ভক্তের সে বিষয়ে জানার আগ্রহ তো অবশ্যই রয়েছে। যা যা থাকছে শাহরুখ-ইভাঙ্কা গ্র্যান্ড ডিনারের স্পেশাল মেন্যুতে মোরগ পেস্তা কা সালান (মোরগের সঙ্গে পেস্তা বাদামের তরকারি),  সীতাফল (আতাফল) কুলফি, দহি কে কাবাব (দইয়ের কাবাব),  গোশত সিকমপুরি কাবাব ও  কুবানি কে মালাই কোফতা। এদিকে, ইন্দো-মার্কিন বিশ্ব উদ্যোগপতি সম্মেলনে যোগ দিতে ইভাঙ্কার সঙ্গে হায়দ্রাবাদে এসেছেন ৩৫০ সদস্যের প্রতিনিধিদল। চলতি বছরে মার্কিন সফরে গিয়ে ইভাঙ্কাকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগেও ভারতে এসেছিলেন ট্রাম্প কন্যা। তবে সরকারি সফরে এই প্রথম ভারতে এলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App