×

বিনোদন

ফের অসুস্থ হয়ে হাসপাতালে দিলীপ কুমার

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৭, ০৬:৩৭ পিএম

ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের প্রবীণ অভিনেতা দিলীপ কুমার। এবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। নিমোনিয়ার কারণে তার ডায়ালিসিসের প্রয়োজন হয়৷ কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরেই চিকিৎসকরা বর্ষীয়ান এই অভিনেতাকে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। দিলীপ কুমারের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এ তথ্য জানানো হয়েছে। টুইট বার্তায় লিখেন, ‘সাব নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। তাকে বাড়িতেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সষ্ট্রার কৃপায় আর কোনো সমস্যা নেই। তিনি ভালো আছেন। তার জন্য সবাই প্রার্থনা করুন।’ বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছেন দিলীপ কুমার। গত আগস্ট মাসে একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। ডিহাইড্রেশন ও কিডনিজনিত সমস্যা নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। দিলীপ কুমারের চিকিৎসার জন্য গড়া হয়েছিল স্পেশাল মেডিক্যাল বোর্ড। ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় দিলীপ কুমারের। এ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে চলে যান এই অভিনেতা। দিলীপ কুমারের প্রকৃত নাম মো. ইউসুফ খান। ভারতীয় চলচ্চিত্রে অভিনয় শুরু করার পর তার নাম রাখা হয় দিলীপ কুমার। দীর্ঘ ছয় দশকের বলিউড জীবনে ৬০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা। দিলীপ কুমার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো- নয়া দৌড়, মধুমতি, গঙ্গা যমুনা, রাম অউর শ্যাম, দাগ, আজাদ, দেবদাস, মুঘল-ই-আজম, কোহিনূর, পয়গাম, আদমি, শক্তি, লিডার ইত্যাদি। ১৯৯৮ সালে কিলা সিনেমায় তাকে শেষবার রুপালি পর্দায় দেখা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App