×

জাতীয়

ঢাকা ৫ আসনে জাসদের প্রার্থী শহীদুল ইসলাম

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৭, ০৮:৩৪ পিএম

জাসদ ঢাকা মহানগর পূর্বের সভাপতি শহীদুল ইসলামকে ঢাকা ৫ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন দলের সভাপতি হাসানুল হক ইনু। গতকাল মঙ্গলবার বিকেলে যাত্রাবাড়ি চৌরাস্তা পার্কে আয়োজিত জনসভায় এ ঘোষণা দেন তিনি। জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, "আগামী নির্বাচনে ঢাকা ৫ সংসদীয় আসন থেকে জাসদ মনোনীত প্রার্থী শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার জন্য ১৪ দলে প্রস্তাব দেব। শহীদুল ইসলাম ১৪ দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে এলাকার জনগণের বিপুল সমর্থন পাবেন।" বিএনপির সমালোচনা করে ইনু বলেন, "বিএনপিনেত্রী খালেদা জিয়া রাজনীতি নয়, জঙ্গিনীতি করছেন বলেই তাকে রাজনীতি ও ক্ষমতার বাইরেই রাখতে হবে। কারণ রাজনীতিতে জঙ্গিনীতির কোনো স্থান নেই।" ইনু আরো বলেন, "ছয় কারণে বিএনপিকে বর্জন করতে হবে। পাঁচ বছর পরপর নির্বাচনী বিতর্ক, নির্বাচন বানচালের পাঁয়তারা, ভুতের সরকার প্রতিষ্ঠার চক্রান্ত, ইতিহাসের পাতাবদল, জঙ্গি উৎপাদন ও আগুনসন্ত্রাস- এই ছয় অপকৌশল ও জঙ্গিনীতির কারণে খালেদা-বিএনপি চক্রকে ক্ষমতার বাইরে রাখার বিকল্প নেই।" জাসদ মহানগর পূর্বের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি অ্যাড. রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, অ্যাড. হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App