×

বিনোদন

আজ ঢাকায় আসছেন বরুণ চন্দ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৭, ১২:২২ পিএম

সত্যজিৎ রায় পরিচালিত সিনেমা ‘সীমাবদ্ধ’। ১৯৭১ সালে মুক্তি পায় এটি। এতে শ্যামল চরিত্রে অভিনয় করেছিলেন কলকাতার অভিনয়শিল্পী বরুণ চন্দ। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন তিনি। আজ বুধবার ঢাকায় আসছেন এই প্রবীণ অভিনেতা। একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও অভিনয় কর্মশালায় অংশ নিতেই তার ঢাকা সফর বলে জানিয়েছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির পরিচালক ও কর্মশালার কো-অর্ডিনেটর স্বজন মাঝি। পরিচালক স্বজন মাঝি বলেন, ‘দেশ ভাগের গল্প নিয়ে গড়ে উঠেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির কাহিনি। ওপার বাংলার একজন বয়স্ক অভিনেতা ঢাকায় আসেন সিনেমার শুটিং করতে। তার জন্মভিটাও পুরান ঢাকায়। দেশ ভাগের সময় তার পরিবার কলকাতায় চলে যায়। খুব ব্যস্ত শিডিউলের মধ্যে তিনি তার জন্মভিটা দেখতে বের হন। তারপর গল্পে একটা অনিশ্চয়তা তৈরি হয়।’ আগামীকাল বৃহস্পতিবার পুরান ঢাকায় চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। ১২ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রের গল্পের বয়স্ক অভিনেতার চরিত্রে অভিনয় করবেন বরুণ। ২ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির আর্কাইভ কক্ষে ‘বরুণ চন্দের সঙ্গে চলচ্চিত্র অভিনয় কর্মশালা’ শিরোনামে অভিনয় কর্মশালাটি পরিচালনা করবেন বরুণ চন্দ। এ কর্মশালার আয়োজন করেছে চলচ্চিত্রবিষয়ক সংগঠন ‘নতুন দিনের চলচ্চিত্র’ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। কর্মশালা প্রসঙ্গে স্বজন মাঝি বলেন, ‘চলচ্চিত্র অভিনয় নির্ভর মাধ্যম নয়, কিন্তু অভিনয়শিল্পী চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ নিয়ামক। চলচ্চিত্র নির্মাতাকে অভিনয় সম্পর্কে জানতে হয়। আবার যারা অভিনয় করে তাদেরকেও জানতে হয় কী করে প্রথাগত অভিনয় না করে চলচ্চিত্রের ‘স্থান ও সময়’-এর সাথে মিশে যেতে হয়। এ ‘স্থান ও সময়’-এর ক্যানভাসে একজন নির্মাতা কীভাবে অভিনয়শিল্পীকে দিয়ে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করবে এবং একজন অভিনয়শিল্পী কীভাবে তার উপস্থিতি নির্বিঘ্ন করবে, তার বোঝাপড়া অত্যন্ত জরুরি।’ তিনি আরো বলেন, ‘সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে অভিনয় করেছেন এমন একজন পরীক্ষিত চলচ্চিত্র অভিনেতাকে কাছে পাওয়া চলচ্চিত্র নির্মাতা ও অভিনয়শিল্পীদের জন্য সৌভাগ্যের বিষয়। চলচ্চিত্র অভিনয় বিষয়ক বোঝাপড়া জোরদার করার জন্য এ এক সুবর্ণ সুযোগ। এটা নিছক কর্মশালা নয়, তার চেয়ে বেশি কিছু।’  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App