×

জাতীয়

রাজশাহীতে জঙ্গি আস্তানায় বিস্ফোরণ, গোলাগুলি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৭, ১০:৫০ এএম

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আলাতলী গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র‌্যাব। অভিযানকালে বাড়িটির ভেতরে জঙ্গিরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানিয়েছে র‌্যাব। প্রাথমিকভাবে জানা গেছে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে চর আলাতলীর ওই বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান শুরু করে র‌্যাব। রাজশাহী র‌্যাব-৫ অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম জানান, ভোররাতে তারা বাড়িটিতে অভিযান চালাতে গেলে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। নিক্ষেপ করা হয় গ্রেনেডও। পরে বাড়িটিতে বিস্ফোরণ ঘটে। এতে বাড়িটিতে আগুন ধরে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত (সকাল সোয়া ৯টা)  তারা বাড়িটি ঘিরে রেখেছেন। তিনি জানান, এখন র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দলের জন্য অপেক্ষা করা হচ্ছে। তারা ঘটনাস্থলে পৌঁছলে বাড়ির ভেতরে অভিযান শুরু হবে। বাড়ির ভেতরে কতজন আছেন বা বোমার বিস্ফোরণ ও আগুনে কেউ হতাহত হয়েছেন কি না তা জানাতে পারেননি র‌্যাবের এই কর্মকর্তা। ঘটনাস্থল চর আলাতুলি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ইউনিয়ন পরিষদের (ইউপি) ওই ওয়ার্ডের সদস্য মেসবাউল হক কালু জানান, ভোর ৪টার দিকে তিনি বোমা বিস্ফোরণের দুটি বিকট শব্দ শুনেছেন। ওই বাড়িটি আসলে একটি বাথানবাড়ি। সেখানে গরু-ছাগল রেখে লালনপালন করা হতো। তিনি জানান, বাথানবাড়ির মালিকের নাম রাশিকুল ইসলাম (৪০)। তার বাবার নাম আতাউর রহমান ওরফে কালু। আলাতুলি নতুনপাড়া গ্রামে তাদের আসল বাড়ি। সেই বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে বিলের ভেতর গরু-ছাগল পালনের জন্য ওই বাথানবাড়িটি করা হয়েছিল। ইউপি সদস্য আরো জানান, বাথানবাড়িটিতে রাশিকুল, তার স্ত্রী, ১৫ বছর বয়সি এক ছেলে এবং তার শ্বশুর থাকতেন। রাশিকুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত। বছর চারেক আগে গরু-ছাগল পালনের সুবিধার জন্য তিনি ওই বাথান বাড়িটি বানিয়েছিলেন। তবে নির্জন এলাকা হওয়ায় বাড়িটিতে জঙ্গি কার্যক্রম চালানো হয়েছে কিনা সে ব্যাপারে কিছু টের পাননি।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App