×

জাতীয়

রাজবাড়ীতে বন্দুকযুদ্ধে চরমপন্থি নেতা নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৭, ১১:০০ এএম

রাজবাড়ীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্বাস সরদার ওরফে খোকন (৪৮) নামে একজন নিহত হয়েছেন। তিনি চরমপন্থি দলের একজন নেতা ও পাবনা জেলার সুজানগর থানার কামারহাট গ্রামের মৃত নেকুন সরদারের ছেলে। আজ (মঙ্গলবার) ভোরে জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বেনীনগর কালিতলা এলাকার একটি মেহগনি বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক কামাল জানান, মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে খোকন ও তার দলের অন্যান্য সদস্যরা বেনীনগর কালিতলা এলাকার একটি বাগানে বৈঠক করছিলেন। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানার পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে খোকন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় চরমপন্থি দলের বাকী সদস্যরা পালিয়ে যান। ওসি তারিক জানান, ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল, দুই রাউন্ড গুলি, ওয়ান শ্যুটারগান ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, খোকন নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দলের একজন নেতা। তার বিরুদ্ধে থানায় হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App