×

জাতীয়

বৃহস্পতিবার লালমনিরহাট যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৭, ০৪:২৫ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধায় ছয় কোটি টাকার ব্যয়ে নির্মাণাধীন থানা ভবন উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।  বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নবনির্মিত থানা ভবন উদ্বোধনী ফলক উম্মোচন এবং ১১টায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সাংসদ ও বীর মুক্তিরযোদ্ধা মোতাহার হোসেন। মন্ত্রীর সফরসূচি সূত্রে জানা গেছে, সারাদেশে পুলিশ বিভাগের ১০১টি জরাজীর্ণ থানা ভবন টাইপ প্লানে নির্মাণের উদ্যোগে একটি প্রকল্প হাতে নেয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় গণপূর্ত বিভাগ।  ওই প্রকল্পের আওতায় লালমনিরহাট জেলার হাতীবান্ধায় ছয় কোটি আট লাখ ৫৮ হাজার টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে চার তলা বিশিষ্ট অত্যাধুনিক একটি থানা ভবন। ওই ভবনে রয়েছে, পুরুষ, নারী, শিশু ও কিশোরের জন্য পৃথক পৃথক উন্নতমানের চারটি হাজতখানা, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, ডিএসবি, এসআই, এএসআইদের জন্য পৃথক পৃথক অফিস। নারী ও পুরুষ পুলিশ সদস্যদের জন্য পৃথক পৃথক উন্নতমানের দুটি ব্যারাক, কনফারেন্স রুম, অত্যাধুনিক নিরাপদ অস্ত্রঘর, অধুনিক সার্ভিস ডেলিভারি রুম ও অভ্যর্থনা কেন্দ্র। সূত্র মতে, হাতীবান্ধা থানা ভবনটি নির্মাণের জন্য ২০১৪ সালের ২৯ মার্চ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে গণপূর্ত বিভাগের আওতায় তিন বছর আট মাসে এ ভবন নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ করেছে মেসার্স হাকিম ট্রেডার্স নামে স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ভবন নির্মাণ কাজের দেখ-ভালের দায়িত্বপ্রাপ্ত লালমনিরহাট গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন জানান, সব নিয়মনীতি মেনে নির্ধারিত সময়ের মধ্যেই হাতীবান্ধা থানা ভবন নির্মাণ হয়েছে।  ইতিমধ্যে লালমনিরহাট গণপূর্ত বিভাগ পুলিশ বিভাগের কাছে ভবনটি হস্তান্তর করেছেন। ফলে সারাদেশে অত্যাধুনিক পুলিশ ভবন নির্মাণের অংশ হিসেবে হাতীবান্ধা থানার নতুন ভবন উদ্বোধনের জন্য আগামী ৩০ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল এমপি লালমনিরহাটে আসছেন।  ফলে ওই এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শামীম হাসান সরদার জানান, এ ভবন নির্মাণ ও উদ্বোধনের মধ্য দিয়ে জরাজীর্ণ থানা ভবনে সমস্যা সমাধান হবে।  দীর্ঘদিন ধরে হাতীবান্ধায় জরাজীর্ণ থানা ভবনে কাজ করে আসছে পুলিশ বিভাগ। লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, অনেক এলাকায় জরাজীর্ণ ভবনে কাজ করে পুলিশ বিভাগ। ভবন না থাকায় পুলিশ বিভাগের অনেক কাজে সমস্যা হচ্ছে।  হাতীবান্ধা থানা ভবনটি নির্মাণ হওয়ায় পুলিশ বিভাগে কাজের গতি বাড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App