×

জাতীয়

দেশে সাম্প্রদায়িকতার স্থান নেই : বাবলা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৭, ০৭:১৭ পিএম

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্রের মডেল। কিন্তু মাঝে মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে একটি কুচক্রিমহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র করছে। জনগণ এটাকে সমর্থন করে না। দেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার বিকেলে শ্যামপুরে নিজ নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কদমতলি থানার সভাপতি ইন্দ্রজিত দাশের সভাপতিত্বে সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্যামপুর থানার সভাপতি সুনীশ দাশ (টাইগার), বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্যামপুরের সভাপতি গোপাল দাশ, কদমতলি থানার সাধারণ সম্পাদক ডি কে সমির, রামলক্ষণ জিউ মন্দিরের সিনিয়র সহসভাপতি শরৎচন্দ্র দাশ, সহসভাপতি নির্মল খাসখেল, গৌর চৈতন্য মন্দিরের সভাপতি রাম দাশ, সাধারণ সম্পাদক কিশোর দাশ, পালপাড়া মন্দিরের সাধারণ সম্পাদক শিপলু পাল, ইন্দ্রজিত দে, বিনয় খাসখেল, সনাতন ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অজয় সরকার টিটু, সেতু দাশ, শিশির দাশসহ স্থানীয় ১১টি মন্দির পরিচালনা কমিটির নেতারা বক্তব্য রাখেন। সভায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে আগামী সপ্তাহ থেকে একযোগে সৈয়দ আবু হোসেন বাবলার পক্ষে ঢাকা-৪ আসনের বিভিন্ন এলাকায় প্রচারণায় নামার অঙ্গীকার করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App