×

জাতীয়

ঘুষসহ হাসপাতালের প্রধান সহকারী ও টেকনোলজিস্ট গ্রেপ্তার

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৭, ০৬:৪৪ পিএম

টেন্ডার পাইয়ে দেওয়ার নামে লাখ টাকা ঘুষ গ্রহণকালে এক হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঘুষ গ্রহণে সহযোগিতার দায়ে ওই হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্টকেও গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল নরসিংদী হাসপাতালে নিজ দপ্তর থেকে তাদের ঘুষসহ হাতেনাতে গ্রেপ্তার করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য জানিয়েছেন। দুদক জানায়, নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের একটি কাজের বিল আটকে রেখে এবং টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য জনৈক শারীরিক প্রতিবন্ধী মো. নাসির মিয়ার কাছ থেকে আড়াই লাখ টাকা ঘুষ দাবি করেন ওই হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মো. আশরাফুল ইসলাম পাঠান। এর মধ্যে বিল আটকিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা ঘুষ আদায় করেন। আজ আরো ১ লাখ টাকা দেওয়ার দিন ধার্য ছিল। নাসির মিয়া বিষয়টি দুদকের অভিযোগকেন্দ্রের হটলাইন ১০৬ এ অভিযোগ করেন। পরে সব আইনানুগ প্রক্রিয়া অবলম্বন করে ঘুষ গ্রহণকারীকে গ্রেপ্তারের জন্য দুদক একটি বিশেষ দল গঠন করে। দলের সদস্যরা বিকেল ৩টায় ঘুষ গ্রহণের সময় মো. আশরাফুল ইসলাম পাঠানকে ঘুষের ১ লাখ টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। ঘুষ গ্রহণে সহযোগিতা ও ঘুষের টাকা লুকানোর চেষ্টার অভিযোগে একই হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট রেজাউল করিমকেও গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. ফজলুল বারী বাদী হয়ে নরসিংদী সদর থানায় একটি মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App