×

আন্তর্জাতিক

আগ্নেয়গিরি : দ্বিতীয় দিনের মতো বালি বিমানবন্দর বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৭, ১১:১৩ এএম

ইন্দোনেশিয়ায় বালি দ্বীপের মাউন্ট আগুং আগ্নেয়গিরির আগ্নুৎপাত ও এর ফলে জ্বালামুখ দিয়ে প্রচণ্ড শক্তিতে আগুন-ছাই-ধোঁয়া উদগিরণে বায়ুমণ্ডলে অস্পষ্টতা বেড়ে যাওয়ায় দ্বিতীয় দিনের মতো বালি বিমানবন্দর বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। গত সপ্তাহ থেকে আগ্নুৎপাত শুরু হওয়া মাউন্ট আগুংয়ের শীর্ষ চূড়ার জ্বালামুখ থেকে প্রায় ৩ কিলোমিটার ওপরে ছড়িয়ে পড়েছে ছাইয়ের কুণ্ডলী। আগ্নেয়গিরি ছাই উড়োজাহাজের ইঞ্জিনে ক্ষতি করতে পারে বা বিকল করে দিতে পারে এবং মজুত জ্বালানি ও শীতলীকরণ ব্যবস্থাও নষ্ট করে দিতে পারে। আরো শক্তিশালী আগ্নুৎপাতের আশঙ্কায় সোমবার বালিতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। মাউন্ট আগুংয়ের আশপাশ থেকে প্রায় ১ লাখ লোককে নিরাপদ দূরত্বে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। পাইলটের জন্য দৃশ্যমানতাও কমে যায়। সোমবার সকালে ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী প্রাথমিকভাবে ২৪ ঘণ্টার জন্য এনগুরা রাই বিমাবন্দর বন্ধ ঘোষণা করেন। এর ফলে ৪০০ ফ্লাইট স্থগিত হয় এবং ৫৯ হাজার ভ্রমণকারী আটকা পড়ে। মঙ্গলবার বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৭টা পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হলো। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুটোপো পুরয়ো নাগরোহো জানিয়েছেন, কিছু দূরের লমবোক দ্বীপের বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে। জনপ্রিয় পর্যটন এলাকা কুতা ও সেমিনিয়াক থেকে ৭০ কিলোমিটার দূরে মাউন্ট আগুংয়ের অবস্থান। মঙ্গলবার সকালে দুর্যোগ ব্যবস্থানা সংস্থা জানিয়েছে, রাতভর আগ্নুৎপাত হয়েছে এবং জ্বালামুখ দিয়ে আগুন ও ছাইয়ের কুণ্ডলী বের হয়েছে। আগ্নেয়গিরির আশপাশের ১০ কিলোমিটারের মধ্যে বসবাসকারীরা এখন আশ্রয়শিবিরে অবস্থান করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App