×

অর্থনীতি

বেসিক ব্যাংক কেলেংকারিতে ফখরুলকে জিজ্ঞাসাবাদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৭, ০৩:৩৩ পিএম

প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় বেসিক ব্যাংকের সাবেক পরিচালক মো. ফখরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল সোয়া ১০টা থেকে দুদক পরিচালক জায়েদ হোসেন খানের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া আজ (সোমবার) বেসিক ব্যাংকের আরো দুই পরিচালক সুবাশিষ বোস ও  মো. শাখায়াত হোসেনকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে দুদকের। বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ২০১৫ সালের ২১, ২২ ও২৩ সেপ্টেম্বর তিন দিনে টানা ৫৬টি মামলা করে দুদকের অনুসন্ধানদলের সদস্যরা।  মামলায় মোট আসামি করা হয় ১৫৬ জনকে। মামলায় ২ হাজার ৬৫ কোটি টাকা অনিয়মের মাধ্যমে ঋণ দেওয়া হয় বলে অভিযোগ আনা হয়। এরমধ্যে রাজধানীর গুলশান শাখার মাধ্যমে ১হাজার ৩০০ কোটি টাকা, শান্তিনগর শাখায় ৩৮৭ কোটি টাকা, প্রধান শাখায় প্রায় ২৪৮ কোটি টাকা এবং দিলকুশা শাখার মাধ্যমে অনিয়ম করে ১৩০ কোটি টাকা ঋণ দেওয়া হয়। এ ছাড়া কেলেঙ্কারির অভিযোগের বাকি অংশের অনুসন্ধান দুদকে চলমান রয়েছে। মামলায় আসামিদের মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা রয়েছেন ২৬ জন। বাকি ১৩০ জন আসামি ঋণ গ্রহীতা ৫৪ প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী ও সার্ভে প্রতিষ্ঠান। তবে কোনো মামলায় ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান শেখ আবদুল হাই ওরফে বাচ্চুরসহ পরিচালনা পর্ষদের কাউকে আসামি করা হয়নি। দুদক পরিচালক জায়েদ হোসেন খান ও সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে ১২ সদস্যের একটি টিম অনুসন্ধান ও তদন্ত কাজ পরিচালনা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App