×

আন্তর্জাতিক

বার্ষিক পুনর্মিলনীতে ইয়েলো সোসাইটির ব্যতিক্রমী আয়োজন

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৭, ০১:৩০ এএম

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইয়োলো সোসাইটির বার্ষিক পুনর্মিলনী। এ উপলক্ষ্যে গতকাল শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বেলিজেনো পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এ অনুষ্ঠানটি ছিলো এক ব্যতিক্রমী। মঞ্চে কোন চেয়ার ছিলোনা। ছিলোনা কোন দীর্ঘ বক্তৃতা। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর নৃত্য, সঙ্গীত, ম্যাজিক শো, গল্প গুজব আর সঙ্গে নবাবী ভোজের আয়োজন করা হয়। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন ইয়োলো সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহ আলম। এরপর বর্তমান সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল ভুঞা এবং সাধারন সম্পাদক মাহবুব হোসেনকে সঙ্গে নিয়ে কেক কাটেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিসের প্রতিনিধি ভাইস কনসাল আসিব উদ্দিন আহম্মেদ। সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি বলেন, দীর্ঘ ২৪ বছরের ঐতিহ্য অনুযায়ী আমরা একটা প্রানবন্ত অনুষ্ঠান উপহার দেয়ার দেয়ার চেষ্টা করেছি। আমাদের পরিবারের সদস্যদের কিছুটা আনন্দ দেয়াই এর উদ্দেশ্য। এ আয়োজনে যারা আমাদের নানাভাবে সাহায্য করেছে তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই।ভাইস কনসাল আসিব উদ্দিন আহম্মেদ বলেন, ইয়োলো সোসাইটির এই সুন্দর আয়োজনে আমি তাদের ধন্যবাদ জানাই। বাংলাদেশী নিউইয়র্ক সিটিতে ইয়োলো ক্যাবিরা যে সেবা দিয়ে যাচ্ছেন তা দৃষ্টান্তিমূলক। তাদের সততা, পেশাগত দক্ষতার সুমাম সর্বত্র ছড়িয়ে পড়েছে। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন, বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী রিজিয়া পারভীন, এবং প্রবাসের অতি পরিচিত সঙ্গীত শিল্পী, কৃষ্ণা তিথি, সোনিয়া সুইটি, তানভীর শাহিন, বাপ্পী সোম ও অমিত দে। বার্ষিক পুনর্মিলনী ২০১৭ উপলক্ষে সম্প্রীতি-৪ নামে একটি আকর্ষনীয় স্মরনিকা বের করা হয়। এটি সম্পাদনার দায়িত্ব পালন করেন মোঃ শাখাওয়াত বিশ্বাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App