×

খেলা

বাংলাদেশের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ফ্লাওয়ার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৭, ১২:১৯ পিএম

বাংলাদেশের কোচ হতে রাজি নন তিনি। বিসিবির প্রস্তাব না করে দিলেন সাবেক জিম্বাবুয়ে উইকেট কিপার ব্যাটসম্যান ও ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। অক্টোবরে চন্ডিকা হাথুরুসিংহে পদত্যাগ করার একজন ভালো মানের বিদেশি কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড দলকে অনেক সাফল্য এনে দেওয়া অ্যান্ডি ছিলেন বিসিবির এক নম্বর পছন্দ। তাকে প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু আপাতত বিসিবির প্রস্তাবে রাজি নন ফ্লাওয়ার। বর্তমানে ইংল্যান্ড যুব দলের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। জানিয়েছেন, আপাতত এ দায়িত্বেই তিনি খুশি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তাকে দীর্ঘ মেয়াদে পেতে চায়। কিন্তু ফ্লাওয়ার তাতে রাজি হবেন কিনা সেটাও স্পষ্ট নয়। এদিকে প্রস্তাবে রাজি না হলেও বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক এ জিম্বাবুয়েন অধিনায়ক। বলেছেন,‘ বিসিবির প্রস্তাবে  তিনি অভিভূত। কিন্তু বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার এটা উপযুক্ত সময় নয় আমার জন্য।’ বাংলাদেশের প্রস্তাব ফিরিয়ে দিলেও পাকিস্তান জালমির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সম্প্রতি। কিছু দিন আগে বিশ্ব একাদশের কোচ হয়েও পাকিস্তান সফর করে যান এ নামি কোচ। এদিকে ফ্লাওয়ারের ‘না’ করার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিসিবির কর্মকর্তারা। তবে ভিতরের খবর হলো, ফ্লাওয়ার না করে দেওয়ায় অন্য কোচের দিকে এগুচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানুয়ারিতে শ্রীলঙ্কাকে সিরিজের আগে বিদেশে কোচ পাওয়া যাবে না বলে মনে করা হচ্ছে। তাই আপাতত খালেক মাহমুদ সুজনকে দিয়ে কাজ চালিয়ে নেওয়া বলে জানান বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App