×

তথ্যপ্রযুক্তি

গুগলের বিজ্ঞাপন থেকে প্রতারণার সাইটে প্রেরণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৭, ০৪:৫৬ পিএম

ব্ল্যাক ফ্রাইডে’র আগে থ্যাংকসগিভিং মৌসুমে ‘অ্যামাজন’ লিখে গুগলে সন্ধান করা ব্যবহারকারীদের প্রতারণামূলক সাইটে নিয়ে যাচ্ছে একটি ভুয়া বিজ্ঞাপন, আইএএনএস এ খবর প্রকাশ করেছে। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ-এর একটি প্রতিবেদনে বলা হয়, “থ্যাংকসগিভিং উপলক্ষ্যে ‘অ্যামাজন’ লিখে সন্ধান করা কিছু ব্যবহারকারীকে একটি বিজ্ঞাপন দেখানো হচ্ছে যা ব্যহারকারীদের সরাসরি একটি প্রতারণপূর্ণ ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, “বৃহস্পতিবার অন্তত কিছু সময়ের জন্য অজানা সংখ্যক ব্যবহারকারীর গুগল সার্চ রেজাল্টের শীর্ষে এই বিজ্ঞাপন প্রদর্শন করা হচ্ছে।” সার্চ জায়ান্টটির পক্ষ থেকে বলা হয়, এই বিজ্ঞাপন প্রতিষ্ঠানটির নীতিমালা লঙ্ঘন করেছে আর এটিকে সরিয়ে ফেলা হয়েছে। গুগলের এক মুখপাত্র বলেন, “আমাদের প্লাটফর্মের জন্য এটি হয়রানিমূলক। আমরা অবৈধ কার্যক্রমের বিজ্ঞাপন কড়াভাবে নিষিদ্ধ করেছি আর এই বিজ্ঞাপনগুলো সরিয়ে ফেলেছি আর ওই অ্যাকাউন্ট বাতিল করেছি।” প্রযুক্তি সাইট সিনেটে বলা হয়, অ্যাপটি ব্যবহারকারীদের একটি প্রতারণামূলক সাইটে নিয়ে যায়, এটি মাইক্রোসফটের সাপোর্ট দলের চালানো বলে দাবি করা হয়। এতে পাঠানো বার্তায় বলা হয়, ব্যবহারকারীর কম্পিউটারটি ম্যালওয়্যারের আক্রান্ত হয়েছে। কিন্তু সাইটের ইউআরএল-এর সঙ্গে মাইক্রোসফটের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App