×

খেলা

৯৬ বছরের রেকর্ড ভেঙে দ্রুত গতির ট্রিপল সেঞ্চুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৭, ০৩:৫৩ পিএম

প্রথম শ্রেণির ক্রিকেটে ৯৬ বছরের রেকর্ড ভেঙে দ্রুত গতির ট্রিপল সেঞ্চুরির করলেন দক্ষিণ আফ্রিকার অখ্যাত ব্যাটসম্যান মার্কো মারাইস। তিন দিনের সানফোইল কাপে ইস্টার্ন প্রোভিন্সের বিপক্ষে বর্ডারের হয়ে এমন কীর্তি গড়েন তিনি। রেকর্ডটি গড়তে মারাইস মাত্র ১৯১টি বল মোকাবেলা করেন। যেখানে আগের রেকর্ডটি ছিলো অস্ট্রেলিয়ার চার্লস ম্যাকার্টনির। তিনি ১৯২১ সালে ২২১ বলে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। ২৪ বছর বয়সী মারাইস ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি করতে ৩৫টি চার ও ১৩টি ছক্কা মারেন। প্রথম ১০০ করতে তিনি খেলেন ৬৮টি বল, পরের শতকটি করেন ৭১ বলে। তবে ২০০ থেকে ৩০০ রানে পৌঁছাতে তার মাত্র ৫২ বলের প্রয়োজন হয়। যদিও এটি তার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। ট্রিপল সেঞ্চুরির পাশাপাশি এদিন ব্র্যাড উইলিয়ামসের সঙ্গে ৪২৮ রানের পার্টনারশিপ গড়েন মারাইস। যা প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ পঞ্চম উইকেট জুটি। তিনি তার দলকে বাজে অবস্থা থেকে রক্ষা করে ম্যাচটি ড্র করতে সমর্থ হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App