×

বিনোদন

সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্য তৌকিরের ‘অজ্ঞাতনামা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৭, ০২:৩৪ পিএম

সার্ক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছবি ‘অজ্ঞাতনামা’ চিত্রনাট্য বিভাগে সেরা পুরষ্কার জিতেছে । এজন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার ঘরে তুলেছেন ছবির নির্মাতা তৌকির আহমেদ। শনিবার (২৫ নভেম্বর) উৎসবের সমাপনী অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেয় উৎসব কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন সার্ক চলচ্চিত্র উৎসব ও সার্ক কালচারাল সেন্টার শ্রীলঙ্কার ঊর্ধ্বতন কর্মকর্তা মাহিনদা সুমানাসেকারা, জুরি বোর্ডের সদস্য, সার্কের সদস্য রাষ্ট্রের কূটনৈতিকরা, সার্কের পরিচালকরা ও সদস্য রাষ্ট্রের চলচ্চিত্র সংশ্লিষ্টরা। গত ২১ নভেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হয় সার্ক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন অনুষ্ঠান। যেখানে সার্কভুক্ত আট দেশের ১৬টি ছবি লড়েছে প্রতিযোগিতা বিভাগে। ‘অজ্ঞাতনামা’ ছাড়াও বাংলাদেশ থেকে এখানে প্রদর্শিত হয়েছে জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’। এছাড়া উৎসবে মাস্টার বিভাগে প্রদর্শিত হয়েছে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App