×

অর্থনীতি

শিল্প খাতে যুক্ত হয়েছে গ্রিন টেকনোলজি পণ্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৭, ০১:৪০ পিএম

শিল্পখাতে ক্রমে যুক্ত হচ্ছে সময়োপযোগী অনেক পণ্য। এ ক্ষেত্রে দেশের নির্মাণ শিল্প খাতে সংযোজন হয়েছে গ্রিন টেকনোলজি পণ্য ‘এলুকো টাইগার’ ব্রান্ডের অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল। এটি নির্মাণ ও প্রকৌশল খাতে সর্বশেষ প্রযুক্তি। নাহি গ্রুপ পণ্যটির আরও ব্যাপক পরিসরে উৎপাদন ও বাজারজাত করতে আইপিও’র মাধ্যমে এরই মধ্যে শেয়ার বাজারে যুক্ত হয়েছে। গ্রিন টেকনোলজি নিয়ে শেয়ার বাজারে আসার পর প্রতিষ্ঠানটি আশাব্যঞ্জক সাড়া পাচ্ছে বলে জানা গেছে। এসিপি রংয়ের বিকল্প তাপ প্রতিরোধক প্যানেল যা ব্যবহারে একটি ভবনের পুরো চেহারাই পাল্টে যায়। মূলত বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে নির্মাণ প্রযুক্তিতে অভিনব বিউটি প্রডাক্ট হিসেবে এর উৎপাদন ও মার্কেটিং শুরু হয়। এটি দুই দিকে অ্যালুমিনিয়াম সিট এবং মাঝখানে এলডিপিই’র সমন্বয়ে তৈরি। এটি চাহিদা অনুযায়ী বিভিন্ন সাইজ এবং হরেক কালারের হয়ে থাকে। বাংলাদেশে একসময় এটি পুরোপুরি আমদানি নির্ভর ছিল। আমদানি নির্ভরতা কাটিয়ে উঠতে ২০১৩ থেকে এটি উৎপাদন শুরু করেছে নাহি গ্রুপ। এর উৎপাদন আরও ব্যাপক করতে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে শেয়ার মার্কেটেও এসেছে। সুউচ্চ ভবনের বাইরে রঙ করা একটি জটিল এবং ঝুঁকিপূর্ণ কাজ। আবার রং করা ভবন দু’এক বছর পরপর নতুন করে রং করতে হয়। অ্যালুমনিয়াম কম্পোজিট প্যানেল একটানা ২০ বছরের বেশি কালার অক্ষুন্ন থাকে। রং বৈচিত্র্য এবং গ্লাসের সঙ্গে অসাধারণ কম্বিনেশন হবার জন্য এসিপি’র ব্যবহারে ভবন হয় অভূতপূর্ব সুন্দর। এছাড়া রং এক প্রকার কেমিক্যাল যা পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং এ ধরনের রঙয়ের কারখানাও পরিবেশের জন্য ইতিবাচক নয়। পক্ষান্তরে রং করার পরও ওয়াল বৃষ্টিতে ভিজে ড্যাম হয়ে নষ্ট হবার ভয় থাকে। যা এসিপি ব্যবহারে হয় না। অ্যালুমনিয়াম কম্পোজিট প্যানেল দামেও যথেষ্ট সাশ্রয়ী। এটি পরিবেশ বান্ধব, তাপ প্রতিরোধক এবং রিসাইকেল করা যায়। এটি ব্যবহার করা ভবনে বাইরের তাপ ভেতরে আসতে পারে না। বৃষ্টির পানিতে ওয়াল নষ্ট হবার ভয় থাকে না। কাজেই ঐসব বিল্ডিংয়ে এসি ব্যবহারের খরচ কম হয় এবং বিদ্যুৎ খরচ কমে আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App