×

আন্তর্জাতিক

‘পদ্মাবতী’ সমর্থন করায় মমতার নাক কাটার হুমকি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৭, ০৪:৪৩ পিএম

বলিউডের বিতর্কিত ইতিহাসনির্ভর চলচ্চিত্র ‘পদ্মাবতী’কে সমর্থন করায় এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাক কাটার হুমকি দিয়েছেন হরিয়ানার বিজেপি নেকা সুরজ পাল আমু। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এ ছবি নিয়ে বিতর্ক উঠেছে ভারতের কয়েকটি রাজ্যে। বেশ কিছুদিন আগেই রাজপুতদের নেতা করণি সেনা ছবির অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মাথা কেটে নেয়ার হুমকি দিয়েছিলেন। তারা ছবিটি নিষিদ্ধের দাবি জানিয়েছে। এমনকি এ ছবি মুক্তি দেয়া হলে সিনেমা হলে আগুন দেয়া হবে বলেও হুমকি দিয়ে রেখেছে তারা। একের পর এক সমস্যা আকড়ে ধরেছে বানসালির বহুল প্রতিক্ষীত এ ছবিটিকে। রাজপুত সম্প্রদায়ের বিক্ষোভের জেরে ও সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় আগামী ১ ডিসেম্বর রূপালি পর্দায় মুক্তিও পাচ্ছে না পদ্মাবতী ছবিটি। বিজেপি নেকা সুরজ পাল আমু বলেন, জানতে পেরেছি মমতা কলকাতায় সঞ্জয় লীলা বানসালিকে আমন্ত্রণ জানিয়েছেন। তাকে মনে করিয়ে দিতে চাই এটা রামের ভাই লক্ষ্মণের ভূমি। এটা উল্লেখ করার প্রয়োজন নেই যে, লক্ষ্মণ শূর্পনখার কী অবস্থা করেছিল। ‘পদ্মাবতী’তে ইতিহাস বিকৃত হয়েছে’- এ অভিযোগে বেশ কয়েকদিন ধরেই উত্তাল ভারত। ‘পদ্মাবতী’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাডুকোন। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন রণবীর সিং ও শহিদ কাপুর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App