×

জাতীয়

পদাতিক বাহিনীর রিক্রুটদের প্রশিক্ষণ সমাপনী ও শপথ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৭, ০১:১৫ পিএম

আনন্দঘন পরিবেশে পদাতিক বাহিনীর দ্বিতীয় রেজিমেন্ট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের রিক্রুটদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রাজশাহী সেনানিবাসের বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টালে ২০১৭-২ এর ব্যাচের এই রিক্রুটদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ। তিনি তার বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া এ সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সাজসজ্জায় সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ বছর সব বিষয়ে শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে বিবেচিত হন রিক্রুট নবাব মিয়া। আর দ্বিতীয় হন ফুল বাবু মিয়া। ৪৫ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে এই সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণের মাধ্যমে একদল তরুণ সৈনিক বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে যোগদান করলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App