×

খেলা

ট্রাম্বেলের শত বছরের পুরানো রেকর্ড টপকালেন লায়ন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৭, ০৬:৪৯ পিএম

১৯০২ সালের পর অস্ট্রেলিয়ার ডান-হাতি অফ-স্পিনার হিসেবে এক বছরে ৫০ বা ততোধিক উইকেট শিকারের কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ৫ উইকেট নিয়ে চলতি বছর ৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন তিনি। ফলে হাগ ট্রাম্বেলের পর আবারো অস্ট্রেলিয়ার অফ স্পিনার হিসেবে এক বছরে ৫০ বা ততোধিক উইকেট শিকার করলেন লায়ন। সর্বশেষ ১৯০২ সালে অসিদের অফ-স্পিনার হিসেবে ৫৩ উইকেট নিয়েছিলেন ট্রাম্বেল।

এছাড়া অস্ট্রেলিয়ার ষষ্ঠ স্পিনার হিসেবে এক বছরে ৫০ বা ততোধিক উইকেট শিকারের তালিকায় নিজের নামও তুললেন লায়ন। তবে ১২ বছর পর এমন নজির গড়লেন তিনি। সর্বশেষ ২০০৫ সালে এক বছরে ৯৬ উইকেট নিয়েছিলেন অসিদের কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্ন।

চলতি বছর ৮ ম্যাচের ১৫ ইনিংসে এখন পর্যন্ত ৫১ উইকেট নিয়ে তালিকার তৃতীয়স্থানে রয়েছেন লায়ন। তার শিকারের তালিকায় ২৭ জন ডান-হাতি ব্যাটসম্যান এবং ২৪ জন বাঁ-হাতি ব্যাটসম্যান রয়েছে। চলতি বছর ১০ ম্যাচের ১৮ ইনিংসে ৫৪ উইকেট নিয়ে সবার উপরে আছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App