×

জাতীয়

গাজীপুরের টঙ্গী বাজারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৭, ১০:৪৪ এএম

জমি নিয়ে বিরোধের জের ধরে গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় ইয়াসিন নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় আহত হয়েছেন নিহতের স্ত্রী। এ ঘটনায় নিহতের চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ইয়াসিন মুন্সিগঞ্জের নজরুল ইসলামের ছেলে। নিহতের স্বজনরা জানায়, টঙ্গী বাজার এলাকায় শফিকুল ইসলামের বাড়ির তৃতীয় তলা ভাড়া নিয়ে বাস করতেন ইয়াসিন। জমিজমা নিয়ে তার সাথে চাচা নূরুল আমিনের বিরোধ ছিল। দুইদিন আগে চাকরি নেয়ার নাম করে ইয়াসিনের চাচাতো ভাই আবু বকর তার ফ্ল্যাটে বেড়াতে আসেন। শনিবার রাত ৩টার দিকে ধারালো অস্ত্র দিয়ে ইয়াসিনকে গলাকেটে হত্যা করে আবু বকর। এসময় তার স্ত্রী রাবেয়া বাধা দিলে তাকেও কুপিয়ে জখম করা হয়। ঘটনার পর আবু বকর সিদ্দিক পালানোর চেষ্টা করলে জনতা ধাওয়া করে তাকে আটক করে এবং আশঙ্কাজনক অবস্থায় নিহতের স্ত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ রবিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় এবং অভিযুক্ত আবু বকর সিদ্দিককে আটক করে থানায় নিয়ে যায়। গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন জানান, জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডটি ঘটেছে। অভিযুক্ত আবু বকর সিদ্দিক নামে নিহতের চাচাতো ভাইকে আটক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App