ফেইস আনলক পাচ্ছে ওয়ানপ্লাস ৫

আগের সংবাদ

হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া সহজ করবে সৌদি আরব

পরের সংবাদ

চলচ্চিত্রে অভিষেক হচ্ছে মান্নাপুত্র সিয়ামের

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০১৭ , ১২:৫৯ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২৬, ২০১৭ , ১২:৫৯ অপরাহ্ণ

ঢাকাই সিনেমায় এক সময় রাজত্ব করেছেন নায়ক মান্না। শোনা যাচ্ছে, এবার সিনেমায় আসতে যাচ্ছে জনপ্রিয় এই নায়কের ছেলে সিয়াম ইলতেমাস। মান্নার স্ত্রী শেলী কাদেরের ইচ্ছাতেই নায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে সিয়ামের।
মান্নার বেশকিছু সফল ছবির নির্মাতা মালেক আফসারি জানালেন, মান্নার প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা ‘কৃতাঞ্জলি কথাচিত্র’র ব্যনারে নতুন ছবি প্রযোজনা করার ইচ্ছা পোষণ করেছেন শেলী।

মালেক আফসারিকেই ছবিটির নির্মাতা হিসেবে দেখা যাবে কিনা জানতে চাইলে বলেন, ‘সম্প্রতি মান্নার স্ত্রী শেলীর সঙ্গে কথা হয়েছে আমার। তখনই ছেলেকে নায়ক রুপে দেখার আগ্রহ প্রকাশ করেন শেলী। সে চায়, তার ছেলে অন্তত একটা সিনেমায় হিরো হোক। আমি তখন শেলীকে কথা দিয়েছি যে, আমরা মান্নাকে ভুলতে দেব না। কিন্তু, সেই ছবির পরিচালক আমি কিনা, সেটা জানি না। তবে মান্নার ছেলেকে নিয়ে প্রথম সিনেমা করতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব।’

মালেক আফসারি আরও বলেন, ‘আমিই যদি ছবিটি বানাই তাহলে মান্নার ছেলেকে কমার্শিয়াল ছবিতে ব্যবহার করব। একেবারে অ্যাকশান ঘরানার বাণিজ্যিক ছবিতে তার অভিষেক হবে।’
উল্লেখ্য, বর্তমানে মান্নাপুত্র সিয়াম আমেরিকার সান্টা মনিকা কলেজে ‘ফিল্ম অ্যান্ড টিভি প্রোডাকশনস’-এ লেখাপড়া করছে।
ডিরেকশান, সিনেমাটোগ্রাফি এবং এডিটিংয়ের ওপর তার আগ্রহ। তার ইচ্ছা, দেশে ফিরে সিনেমা নির্মাণ করবে। তবে মান্নার স্ত্রীর ইচ্ছে তার ছেলে অন্তত একটি সিনেমাতে অভিনয় করুক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়