সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস ও অনুরোধের প্রেক্ষিতে বিএফইউজে ঘোষিত আগামীকালের অনুষ্ঠিতব্য মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে।বিএফইউজে-এর মহাসচিব ওমর ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে আজ সকালে জাতীয় জাতীয় প্রেস ক্লাবে ঢাকায় অবস্থানরত সদস্যদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএফইউজে পরবর্তী সভায় আন্দোলনের নতুন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।