×

জাতীয়

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৭, ০৫:১১ পিএম

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শেষ করার প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে শনিবার ভোর ৬টার দিকে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে দর্শনার পার্শ্ববর্তী রেল স্টেশন চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, কোটচাঁদপুর ও যশোর স্টেশনে কপোতাক্ষ, রুপসাসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। এতে রেলের কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন। দর্শনা হল্ট স্টেশনের মাস্টার হাফিজুল ইসলাম জানান, দুর্ঘটনার পর সকাল ১০টার দিকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। প্রায় ৫ ঘণ্টা উদ্ধার কাজ শেষে বিকেল সাড়ে ৩টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App