×

জাতীয়

ফুলেল শ্রদ্ধায় তাজরীন প্রাঙ্গণে হতাহতদের স্মরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৭, ১১:০৮ এএম

তাজরীন ট্র্যাজেডির চার বছর পূর্তিতে হতাহত শ্রমিকদের স্মরণ করেছে পোশাক শ্রমিক, বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। আশুলিয়ার নিশ্চিন্তপুরে পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনের প্রধান ফটকে বৃহস্পতিবার ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানান। অশ্রুসিক্ত নয়নে স্বজন হারানো অর্ধশত মানুষ সকাল থেকেই সমবেত হন তাজরীন ফ্যাশনের সামনে। এসময় তাদের সঙ্গে যোগ দেন সাধারণ শ্রমিকরা। নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক ও শ্রমিক সংগঠনসহ স্থানীয় জনসাধারন। পরে পুড়ে যাওয়া ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন শ্রমিক সংগঠনগুলো। সমাবেশে বক্তারা হতাহতদের ক্ষতিপুরণ, পুনর্বাসন ও মালিক দেলোয়ার হোসেনসহ দোষীদের শাস্তির দাবি জানান। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, একের পর এক দুর্ঘটনায় শত শত মানুষ প্রাণ হারালেও গাফিলতির জন্য মালিকদের কোনো শাস্তি হচ্ছে না। তাজরীন ফ্যাশনের মালিক দেলোয়ার হোসেন বর্তমানে জামিনে রয়েছেন। বাংলাদেশে গার্মেন্টস শ্রমিক সংহতি সভানেত্রী তাসলিমা আক্তার লিমা বলেন, এটি কোনো দুর্ঘটনা নয়। এটি পরিকল্পিত একটি হত্যাযজ্ঞ। তিনি মালিক দেলোয়ারকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। উল্লেখ্য, ২০১২ সালের এই দিনে তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত হওয়ার পর তালাবদ্ধ কারখানা থেকে বাইরে বের হতে না পারায় অনেক প্রাণহানি ঘটে। সরকারি হিসেবে প্রাণ হারায় ১১১ জন। আগুনের হাত থেকে বাঁচতে ভবন থেকে মাটিতে লাফিয়ে পড়ে আহত হয় আরো অনেক শ্রমিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App