×

খেলা

এসি মিলানের ডিরেক্টর হতে পারেন কাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৭, ০১:৩৪ পিএম

ইতালিয়ান ক্লাব এসি মিলানে খেলোয়াড়ি জীবনে সবচেয়ে সফল ছিলেন কাকা। এ ক্লাবেই দুর্দান্ত পারফর্ম করে ফিফা ব্যালন ডি অর জিতেছিলেন তিনি। এবার হয়তো পেশাদারি ফুটবলে অবসরের পর এক সময়ের জায়ান্ট ক্লাবটির ডিরেক্টর হতে পারেন তিনি। ইউরোপা লিগের ম্যাচে মিলানের মাঠ সান সিরোতে যান কাকা। যেখানে ম্যাচে অর্ধসময়ে মাঠে মিলানের জার্সি গায়ে নামেন তিনি। পরে তিনি জানান, ক্লাব প্রধান মার্কো ফাস্সোনে তাকে ডিরেক্টর হতে প্রস্তাব দিয়েছেন। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ী এ তারকা বলেন, ‘আমি ফাস্সোনের সঙ্গে কথা বলেছি। তবে আমি এখনও ফুটবল খেলবো কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেইনি। কিন্তু মিলানের ডিরেক্টর হওয়াটা আমার জন্য বিশেষ কিছু হবে।’ রিয়াল মাদ্রিদের সাবেক তারকা কাকা বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে নেই।গত অক্টোবরে তিনি যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো সিটি ছেড়ে দেন। মেজর লিগে তিনি তিনটি মৌসুম ছিলেন। এর আগে সাও পাওলো থেকে ২০০৩ সালে মিলানে যোগ দেন মিডফিল্ডার কাকা।পরে দুই মেয়াদে দলটির হয়ে ২২৩টি ম্যাচ খেলেন। গোল করেন প্রায় ৮০টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App