×

বিনোদন

আত্মহত্যা করেছেন চলচ্চিত্র প্রযোজক রবিউল ইসলাম প্রিন্স

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৭, ১২:৩৮ পিএম

আত্মহত্যা করেছেন চলচ্চিত্র প্রযোজক রবিউল ইসলাম প্রিন্স। গত বুধবার মধ্যরাতে নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি। প্রিন্সের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু চিত্রপরিচালক মোস্তাফিজুর রহমান বাবু জানান, ‘বুধবার মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় প্রিন্স আত্মহত্যা করেছেন। কয়েকমাস ধরে আর্থিকভাবে ভীষণ হতাশাগ্রস্ত হয়ে পড়েন প্রিন্স। এছাড়া স্ত্রী এবং পুত্র শিশিরকে নিয়েও দীর্ঘদিন হতাশায় ভুগছিলেন তিনি।’ তিনি আরো বলেন, বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যে আসক্ত ছিলেন প্রিন্স। যার কারণে পারিবারিক ও বিভিন্ন মানুষের সঙ্গে তার প্রায়ই গণ্ডগোল লাগতো। এসব কারণেই প্রিন্স আত্মহত্যা করেছেন বলে তার পরিবারে খোঁজ নিয়ে জেনেছি।’ এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, রবিউল ইসলাম প্রিন্সের মৃত্যুর ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রযোজক রবিউল ইসলাম প্রিন্সের মরদেহ তার নিজ জেলা কুড়িগ্রামে দাফন করা হবে । সে জন্য বিকেল ৫টা নাগাদ তার মরদেহ কুড়িগ্রামের উদ্দেশে ঢাকা থেকে নিয়ে যাওয়া হবে। শনিবার সকালে প্রিন্সকে দাফন করা হবে। রবিউল ইসলাম প্রিন্স নব্বইয়ের দশকে চলচ্চিত্রে প্রডাকশন ম্যানেজার হিসেবে কাজ করতেন। এরপর তিনি ‘জীবন সংসার’ ছবিটি প্রযোজনা করে ব্যবসায়ীকভাবে লাভবান হন। তার প্রযোজিত অন্যান্য ছবির মধ্যে রয়েছে ‘জীবন মানেই যুদ্ধ’, ‘জীবনের চেয়ে দামি’, ‌‘মানুষ মানুষের জন্য’। সর্বশেষ ‘ময়না পাখির সংসার’ নামের একটি ছবি প্রযোজনা করেছেন প্রিন্স। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App